Blog, Cat, Cat Facts

Allergy to cats? আপনার যদি Cat Allergy থাকে তাহলে যেভাবে বিড়াল পুষবেন

allergy to cats

বিড়ালে এলার্জি (Cat Allergy) কি?

বিড়ালের এলার্জি (Cat Allergy) হল এক ধরনের এলার্জি যা বিড়ালের লোমের সংস্পর্শে এলে এর উপসর্গ প্রকাশ পায়। অনেকের ধারনা বিড়ালের লোমে এলার্জি হয় অথবা বিড়াল ঘরে থাকলে এলার্জি হয়। কিন্তু এটা সব সময় সঠিক নয়। যাদের ধূলাবালি(Dust Allergy), ফুলের পরাগ ও গন্ধ, বিভিন্ন পোকা ইত্যাদিতে এলার্জি থাকে তাদের পোষা প্রাণীর লোম বা পশমেও এলার্জি থাকে। তবে কিছু বিড়াল এলার্জি বহন করতে পারে। Fel d 1 and Fel d 4 প্রোটিন বিড়ালের এলার্জি জন্য দায়ী। হালকা রঙের এবং মেয়ে বিড়ালের Fel d 1 প্রোটিন কম থাকে। সুতরাং এলার্জি কম হয়।

বিড়ালে এলার্জি (Cat Allergy) এর উপসর্গ

  • কাছাকাছি বিড়াল থাকলে হাঁচি আসতে থাকে এবং নাক লাল হয়ে পানি পড়তে থাকে।
  • গলা চুলকায় অথবা কাশি আসে।
  • চোখ লাল হয়ে চুলকায় এবং চোখ দিয়ে পানি ঝরে।
  • মুখে এবং বুকে ফুসকুড়ি অথবা rash এর মত উঠে।
  • বিড়াল কোথাও আঁচড় বা কামড় দিলে সেই জায়গাটি ফুলে যায়, লাল হয়ে যায় এবং চুলকায়।
  • অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট হয়।

যদি কারো Cat Allergy থাকে তাহলে এই উপসর্গ দেখা দেয়। তখন বুঝতে হবে যে ঐ ব্যক্তির Cat Allergy আছে। অনেক সময় অন্য কিছুতে এলার্জি থাকলেও অনেকে উপসর্গ দেখে মনে করে তার Cat Allergy আছে।

বিড়ালে এলার্জি (Cat Allergy) থাকলে করণীয়

আপনি যদি বিড়াল পুষতে চান এবং আপনার Cat Allergy থাকে সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।

  • প্রথমেই vet এর সাথে যোগাযোগ করুন এবং আসলেই Cat Allergy আছে কিনা তা নিশ্চিত হতে Allergy test করুন। তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করুন।
  • শোবার ঘর থেকে বিড়ালকে দূরে রাখুন।
  • কম লোমওয়ালা জাতের বিড়াল Adopt করুন।
  • বিড়ালকে আদর করে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলুন।
  • ঘর নিয়মিত ঝেড়ে মুছে পরিষ্কার রাখুন। যাতে বাতাসে বিড়ালের লোম না উড়ে।
  • ঘরের অন্য কাউকে দিয়ে বিড়ালকে নিয়মিত Grooming করান, তাহলে সব আলগা লোম পড়ে যাবে।
  • অ্যাজমা রোগী হলে সবসময় ইনহেলার সাথে রাখুন।
  • ঘরের দরজা জানালা খুলে ঘরে বাতাস চলাচলের ভাল ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *