Blog, Cat, Cat Care

আপনার বিড়ালের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খাদ্যের তালিকা

food chart for cats

আপনি যদি একজন নতুন cat owner হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনার প্রশ্ন হবে, বিড়ালকে কখন খাওয়াবো? কি খাওয়াবো? বিড়াল কি ধরনের খাবার বেশি পছন্দ করে? আসলে বিড়াল পালন করা কঠিন কিছু নয় বরং একটু যত্ন নিলেই আপনার বিড়াল সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠে। বিড়ালের প্রতিদিনের খাদ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল থাকা জরুরী। এছাড়া খাবারের পাশাপাশি বিড়ালকে পানি পান করানো খুবই জরুরী। তাই আসুন জেনে নেই বিড়ালের খাবার সম্পর্কিত কিছু তথ্য।

বিড়ালের আদর্শ খাবার

বিড়াল মূলত মাংসাশী প্রাণী। তাই বিড়ালের খাবারে প্রাণী প্রোটিন অর্থাৎ গরুর মাংস, মুরগির মাংস, মাছ ইত্যাদি থাকা জরুরি এবং অবশ্যই খাবারটি সেদ্ধ হতে হবে কারন কাঁচা মাছ, মাংসে ব্যাকটেরিয়া থাকে যা বিড়ালের অনেক রোগের কারন হতে পারে। আজকাল প্রক্রিয়াজাত করা মাছ ও মাংস প্যাকেটে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় যা Wet Food এবং Canned Food নামে পরিচিত।এই খাবারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমনঃ ভাত ১০ভাগের বেশি মেশানো উচিৎ নয়।

Dry Food অর্থাৎ শুকনো খাবার যা কিনতে পাওয়া যায় তাতে মূলত প্রচুর পরিমানে প্রাণী প্রোটিন ও অল্প পরিমানে উদ্ভিদ প্রোটিন থাকে। Dry food বিড়ালের জন্য ক্ষতিকারক নয় যদি খাবারটি উচ্চ মানের হয় এবং সাথে প্রচুর পরিমানে পানি খাওয়ানো যায়। এই খাবারে শতকরা ৩৫-৪০ ভাগ কার্বোহাইড্রেট মেশানো থাকে।food-chart-of-cats-for-good-health2

বিড়ালের খাবারের পরিমান

একটি বিড়ালের খাবার এবং পরিমান নির্ভর করে তার বয়স এবং ওজনের উপর। এছাড়া Indoor অথবা Outdoor বিড়াল কিনা, Spayed অথবা Neutered কিনা , কি পরিমান খেতে পারে এসব বিষয়ের ওপরও খাবারের পরিমান নির্ভর করে। New York এর Animal Medical Center অনুযায়ী, একটি সুস্থ ও প্রাপ্তবয়স্ক ৩-৪ কেজি ওজনের বিড়ালের প্রতিদিন ২৪০ ক্যালোরি সমৃদ্ধ খাদ্য প্রয়োজন হয়। অর্থাৎ প্রতি কেজিতে ৬০-৬৫ ক্যালোরি প্রয়োজন।

Dry Food এ প্রতি এক কাপ খাবারে ৩০০ ক্যালোরি (ব্র্যান্ড অনুযায়ী ক্যালোরি কম বেশি হতে পারে, কতটুকু ক্যালোরি থাকে তা প্যাকেটের গায়ে সঠিক ভাবে লেখা থাকে) থাকে এবং ৮৫ গ্রামের Canned Food এ ২৫০ ক্যালোরি পাওয়া যায়। Dry Food হলে ২ কাপ এবং Canned Food হলে ৮৫ গ্রামের প্যাকেট দিতে হবে। তবে প্রয়োজন অনুযায়ী পরিমান কম বেশি করা যাবে।

বিড়ালের খাবারের সময়

বিড়ালকে প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ানো ভালো। একটি প্রাপ্তবয়স্ক (১বছরের বড় হলে) বিড়ালকে দিনে দুই বেলা খাবার দেয়া উচিৎ। বেশিরভাগ মানুষ সকালে এবং রাতে বিড়ালকে খেতে দেয় অর্থাৎ ১০-১২ ঘণ্টা অন্তর অন্তর। তবে যদি কম করে খায় তাহলে ৩ বার দেওয়া যেতে পারে। Dry Food পরিমানে বেশি হলে বিড়াল পরে খেতে পারে কিন্তু Wet Food এবং Canned Food হলে পরিমান অনুযায়ী দিতে হবে, অবশিষ্ট খাবার সরিয়ে ফেলতে হবে কারন দীর্ঘক্ষণ রেখে দেওয়া খাবার নষ্ট হয়ে যেতে পারে এবং তা খেলে ডাইরিয়া হওয়ার আশঙ্কা থাকে।
বিঃদ্রঃ অতিরিক্ত ওজনের বিড়ালকে Dry Food না খাওয়ানো ভাল কারন এতে ওজন আরও বেড়ে যেতে পারে। Dry Food এর সাথে পর্যাপ্ত পরিমানে  পানি খাওয়ানো জরুরী।

14 thoughts on “আপনার বিড়ালের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খাদ্যের তালিকা

  1. Osama Talha says:

    canned food dhakay pabo kothay?

    1. DEEPANWITA GODHULI says:

      Bashae banano khabar deoa jabe na?+

      1. Priya Bandyopadhyay says:

        বাসায় বানানো খাবার বলতে তেলাপিয়া, বাটা, পার্শে বা যে কোনো ভালো প্রোটিনযুক্ত মাছ জলে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে খেতে দিতে হবে। জলে লবন বা কোনো মসলা ব্যবহার করবেন না। একেবারে plain water. মিনিট দশেক ভালো করে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে খেতে দিতে হবে। একইভাবে হাড়বিহীন চামড়া ছাড়ানো মুরগীর মাংসও গরম জলে সেদ্ধ করে নরম করে খেতে দিতে হবে। আরও ভালো হবে, পাত্রে সেদ্ধ মাছ বা মাংসের সঙ্গে যদি পর্যাপ্ত জল মিশিয়ে দেন। তাহলে খাওয়ার সঙ্গে সঙ্গে জলের চাহিদাও মিটে যাবে আপনার পোষ্যটির। আমি তো রোজ আমার বিড়ালটিকে এইভাবেই খাওয়াই।

        1. Raihan says:

          thanks

        2. তামিম says:

          তেলাপিয়া ক্ষতিকারক

          1. Golam Mawla Chowdhury says:

            একেকজন একেক কথা বললে কেমন করে হবে?

      2. Nazifa says:

        আমার বিড়াল এর বয়স প্রায় ২ মাস। সে শুধু দুধ & সেদ্ধ মাছ খেতে পছন্দ করে। ওকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, মাংস খাওয়ানো যায় না।
        একদিন জোর করে মুখে কয়েকটা ভাত ঢুকিয়ে দিয়েছিলাম, মুখ থেকে ঝেড়ে ফেলে দেয়। পরে সে দৌড়ে অন্য রুমে চলে যায়, এবং কান্না করে।
        এইক্ষেত্রে করণীয় কি? শুধুমাত্র সেদ্ধ মাছ, দুধ (গুড়াদুধ বানিয়ে খাওয়াতে হয়), পানি খেলেই কি প্রয়োজনীয় পুষ্টি পাবে?

        1. Debjani says:

          Biral ke normal doodh deben na. Eta oder jonyo harmful. Jadi ditei hoy tahole oder jonyo processed milk pawa jay. Seta deben.

  2. Amr novibac vaccine dorkar . 1 year meyadi. Plz price ta amk aktu bolben.

    1. Mursida says:

      Ami akta bairer biral k payachi but o Manus voy pay ami akon ki korte pari ??

  3. বিনু says:

    আমার বিড়াল দুইটা দেড়মাস প্লাস। ওরা প্লেইন পানি খেতে অনাগ্রহ দেখায়৷ এই জন্য চিকেন স্টক দেই আর খাবারে একটু পানি বা সেদ্ধ করা চিকেনের পানি দিয়ে খেতে দেই৷ এরপরেও যদি আলাদা পানি না খায় তবে কি সমস্যা হবে?

    1. Sabina says:

      একটি পানির পাত্রে পরিস্কার পানি খাবারের পাত্রের পাশেই রেখে দিন সবসময়, একসময় নিজে থেকেই খাবে। প্রতিদিন পানি পাল্টে দিবেন। বিড়াল ফ্রেশ পানি খেতে পছন্দ করে।

  4. হাফিজা says:

    ভাইয়া আমার বিড়াল এর ঘারের উপর দিয়ে অটো গেছে আমিকি করতে পারি প্লিজ বলবেন কেউ। আমাদের আশে পাশে কোন বেট ও নাই 😭😭

    1. Mim Akter says:

      ভাইয়া আমার বিড়ালের বয়স ৪ মাস কিছুদিন জাবদ কিছু খাচ্ছে না কি হয়েছে বুঝতে পারছি না একটু বলবেন কি করলে বিড়াল টা সুস্থ হয়ে যাবে প্লিজ😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *