Blog, Cat, Cat Care

বয়স অনুযায়ী বিড়ালের খাদ্য তালিকা

food-routine-according-to-age

০সপ্তাহ – ৪ সপ্তাহ :  মায়ের দুধ এসময় বিড়ালের জন্য আদর্শ খাদ্য। এসময় বিড়াল শুধুমাত্র লিকুইড/তরল খাবার খেতে পারে। কোন শক্ত খাবার খাওয়ার প্রয়োজন নেই। বাচ্চাটি যদি orphan হয় সেক্ষেত্রে baby feeder/dropper/syringe এ করে গরুর তরল দুধ অথবা পাউডার দুধ খাওয়াতে হবে। দুধ ঘন হলে বাচ্চার ডায়রিয়া হয়ে যেতে পারে। তাই সমান পরিমান পানির সাথে (১কাপ তরল দুধ=১কাপ পানি এই অনুপাতে) মিশিয়ে, পাউডার হলে খুব পাতলা করে গুলিয়ে তারপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। গরুর দুধে lactose বেশি থাকার কারনে এই বিড়ালের জন্য ক্ষতিকর।  এছাড়া বিভিন্ন pet shop এ orphan বিড়ালের বাচ্চাদের জন্য kitten formula কিনতে পাওয়া যায় যা মায়ের দুধের বিকল্প হিসেবে ব্যাবহার করা যায়। চার সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ২-৩ ঘণ্টা পরপর এভাবে খাওয়াতে হয়।

৪সপ্তাহ – ১২ সপ্তাহ : এসময় বিড়ালের বাচ্চা দুধের পাশাপাশি অন্য খাবার খেতে পারে। বিভিন্ন খাবার যেমন- কাঁটা ছাড়া মাছ, থেঁতলানো সেদ্ধ মাংস (মশলা ছাড়া) ইত্যাদি খেতে দিতে হবে। ভাত দিতে চাইলে অল্প পরিমানে ভাত মিশাতে হবে। খাবারটি ভালভাবে থেঁতলিয়ে একটু পানি মিশিয়ে নরম করে দিতে হবে। Kitten Food খাওয়ানো যায় এবং প্রয়োজনে পানি মিশিয়ে নরম করে দিতে হবে। প্যকেট এর গায়ে ওজন অনুযায়ী খাওয়ানোর নির্দেশনা দেওয়া থাকে। এসময় বাচ্চাদের অধিক পুষ্টি প্রয়োজন হয় যা Kitten Food এ পাওয়া যায়। দিনে ৩-৫ বার বাচ্চাকে খাওয়াতে হবে এবং ধীরে ধীরে দুধ খাওয়ানো কমিয়ে আনতে হবে। তবে ৮-১০ সপ্তাহ বয়সের পরে আর দুধ খাওয়ানোর প্রয়োজন নেই।

১২সপ্তাহ/৩মাসের পর থেকে : এসময় বিড়াল সব ধরনের খাবার যেমন- বিভিন্ন ধরনের মাছ, মুরগির মাংস, গরুর মাংস,  ডিম, Cat wet food, Cat dry food ইত্যাদি খায়। সাথে প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি খেতে দিতে হবে। যেহেতু বিড়াল মাংসাশী প্রাণী তাই ভাত দিলেও অল্প ভাতের সাথে বেশি মাংস মিশিয়ে খাওয়াতে হবে। তবে খাবারটি অবশ্যই তেল , মশলা , লবন , চিনি, পেঁয়াজ , রসুন ছাড়া শুধু পানিতে সেদ্ধ করে দিতে হবে। কাঁচা মাছ মাংস না খাওয়ানো ভালো কারন এতে ব্যাকটেরিয়া থাকে ফলে বিড়াল রোগে আক্রান্ত হয়। এসময় তাকে দিনে ২-৩বার খাওয়াতে হবে।

Pregnant এবং মা বিড়ালের খাবার : বিড়ালের গর্ভাকাল(Gestation) এর সময় আনুমানিক ৯সপ্তাহ।food-routine-according-to-age2 এসময় একটি Pregnant বিড়ালের খাবারের চাহিদা ৫০গুন বেশি বেড়ে যায়। এসময় বেশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এবং আলাদা ভাবে যত্ন নিতে হবে। অন্যান্য খাবারের পাশাপাশি kitten food খেতে দেওয়া যায় কারন এতে আলাদা পুষ্টি থাকে। বাচ্চা হওয়ার পর বাচ্চাদের দুধ খাওয়ানোর সময়ও মা বিড়ালের আলাদা পুষ্টির প্রয়োজন হয়। বাচ্চা হওয়ার ৮-৯ সপ্তাহ পর মা বিড়ালের দুধ উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন সে আস্তে আস্তে আগের খাবারের পরিমানে ফিরে আসে। এসময় বিড়ালের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে তাই অতিরিক্ত ওজন কমে গেলে vet এর সাথে যোগাযোগ করতে হবে।

23 thoughts on “বয়স অনুযায়ী বিড়ালের খাদ্য তালিকা

  1. Nayeem says:

    আমার বেড়ালের বাচ্চা রাস্তা থেকে তুলে এনেছিলাম
    তার বয়স মাত্র ২৫ দিন এর মতো হবে, সে গরুর মাংস
    খায় সব কিছু খেতে পারে এখন সে এগুলো খেলি সমস্যা হবে
    আর তাকে কী পানি দেওয়া যাবে ??

    1. Asha says:

      এতটুকু বাচ্চাকে ভারী খাবার দিলে পটি শক্ত হবে পটি করতে পারবে না প্রবলেম হবে এতে

    2. Asha says:

      এতটুকু বাচ্চাকে ভারী খাবার দিলে পটি শক্ত হবে পটি করতে পারবে না প্রবলেম হবে এতে

  2. ২৫ বা ১ মাসের বাচ্চা কে গরুর মাংস কম দেওয়া ই ভালো। গরুর মাংসে প্রচুর পরিমাণ চর্বি থাকে আর বিড়ালের high pressure আছে যা গরুর মাংস খেলে বেড়ে যায়। সাথে বাচ্চা বিড়ালের পক্ষে গরুর মাংস হজম করা ও কঠিন হয়ে পড়ে আর কোষ্ঠ কঠিন হয়ে গেলে বাচ্চাদের পট্টি করতে প্রবলেম হয়, ফলে এই প্রবলেম টা সলভ না হলে বাচ্চারা কম সময়ে মারা যায়।
    সব চেয়ে ভালো হয় যদি মুরগি বা নারকোল মাছ বা কত বিহীন যেকোনো মাছ ভালো করে সেদ্ধ করে ভাতের সাথে মিশিয়ে খাওয়ালে।

  3. Sajib das says:

    আমার বিড়ালটি দেশি এবং বয়স ২০/৩০ দিন হবে হয়তো রাস্তায় পেয়েছিলাম
    তাকে কী খাওয়াতে হবে একটু বলবেন আমি বুঝতে পারতেছি না
    তাকে কী পেট শপ থেকে বিড়ালের দুধ এনে খাওয়ালে কোন প্রকার সমস্যা হবে.?

  4. srabon says:

    পানি দিবেন ফ্রেশ,, তবে অল্প খায়। বার বার পরিবর্তন করবেন পানি

  5. Nabila says:

    আজ আমাদের বাসার সামনে একটা ব্যাগের মধ্যে ৩ টা ১২-১৫ দিন বয়সের বিড়ালের বাচ্চা পেয়েছি। ওরা অনেক ঘন্টা বৃষ্টিতে ভিজে প্রায় নিস্তেজ হয়ে ছিল। বাসায় এনে ওদের গরম কাপড়ে রেখে বডি টেম্পারেচার নরমাল করেছি। সিরিঞ্জ ব্যবহার করে দূধ খাওয়ানোর চেষ্টা করেছি অনেক কিন্তু ওরা খেতেই চাচ্ছে না। অনেক ঘন্টা হয়ে গেল। আমার বিড়াল পোষার কোনো অভিজ্ঞতা নেই। বাহিরে থাকলে মারা যিবে ভেবে নিয়ে এসেছি কিন্তু এখন মনে হচ্ছে এভাবে না খেতে পারলে ও মারা যাবে। কেউ পরামর্শ দিয়ে সাহায্য করতে পারলে উপকৃত হব।

    1. Apnar biral ki akono bece ase??

    2. Tariqul Islam says:

      আমার বিড়ালের বয়স ৭/৮ মাস
      আজ দুপুর থেকে খায় না
      ভাত মাছ দিলে ও খায় না
      কি করবো এখন

  6. Shammi says:

    Amr biraler age 22-25 din hobe..o ekhn o potty korenai but pee hocche regular..ekhn potty na howa ta ki kono shomossha..? Ami oke Shudhu powder milk khawai..

  7. Jainob says:

    বিড়াল কে শুঁটকি মাছ খাওয়ানো যাবে?

  8. Habiba akter says:

    আমার ২০ দিন বয়স এর বিড়াল এর বাবু গুলোর গায়ে অনেক উকুন/পোকা হয়েছে। এগুলো দুর করতে হলে কি করতে হবে? দয়া করেবলবেন কি । ওদের মা নেই আমিই হ্যান্ড ফীড করি।

  9. Mim Akhter says:

    Ami o akra neral er chana peyeci 2 week boyos hobe,, dudh deii kentu. Khete Cha nh r onno kecuo khai nh, onk sukhna neral ta akhon ki khawano jete pare Jodi kewaktu bolten🙂

  10. Nyema Akther Jue says:

    বিড়ালের জন্য একটি উপকারী শ্যাম্পু খুজছিলাম যা ওর লোম বড় করতে সাহায্য করবে জানলে বলবেন

  11. উম্মে কুলছুম says:

    ৪ মাসের বাচ্চাকে কি cat food adult খাওয়ানো যাবে?

  12. Mehjabin Maria says:

    আমি রাস্তায় একটা ছোট বিড়ালের বাচ্চা পেয়েছি মা ছাড়া, ওর বয়স ৪-৫ দিন মাত্র,, ওর চোখ, কান কিছুই ফোটেনি,,এখন ওকে কী খাওয়াবো বুঝতেছি না, কেউ একটু help করবেন plz🙏🙏

    1. আরমান রাজু says:

      যেহেতু রাস্তায় পেয়েছেন আর বয়স খুব কম।
      পাউডার দুধ পাতলা করে বানিয়ে পরিমাণ মতো দিনে ৫/৭ বার খাওয়াতে পারেন।

  13. Bushra says:

    আমি গতকালই একটি ২.৫ মাস বয়সী বিড়াল অ্যাডোপ্ট করেছি কিন্তু সে বেশি খেতে চাচ্ছে না মাছ দিয়েছিলাম তাও খায়নি শুধু গরুর মাংস খেয়েছে ২/৩ টুকরা। মাংসের সাথে ভাত মিশিয়ে দিলেও বেশি খেতে চায় না। এমনকি আমার বাসায় নিয়ে আসার পর থেকে একবারও পটি করেনি। কি করা উচিত এখন?

  14. আরমান রাজু says:

    যেহেতু রাস্তায় পেয়েছেন আর বয়স খুব কম।
    পাউডার দুধ পাতলা করে বানিয়ে পরিমাণ মতো দিনে ৫/৭ বার খাওয়াতে পারেন।

  15. মাহবুব says:

    আমি বিড়ালকে সিদ্ধ মাছের সাথে অল্প ভাত, সিদ্ধ মাংসের সাথে অল্প ভাত, সিদ্ধ শুটকির সাথে অল্প ভাত পর্যায় ক্রমে দেই কিন্তু কখন খায় আবার কখনো খায় না । দুধের জন্য অপেক্ষায় থাকে । বিড়ালের বয়স 4 মাস হয়েছে , কি করবো বুঝতেছিনা।

  16. Didarul Islam says:

    আমি আজকে রাস্তা থেকে একটি ছোট বিড়াল নিয়ে আসছি।
    বাচ্চাটির বয়স সর্বোচ্চ ২সপ্তাহ হবে!
    একে কিভাবে কি করা লাগবে বুজতেছি না সাহাজ্য করবেন একটু!

  17. hmm tik ase…ami aitai Chinta Korchilam.

  18. সুমাইয়া রহমান says:

    আমার বিড়াল ৭,৮ মাস হবে বয়স। মাছ ছাড়া কিছু খায়না দেশী বিড়াল। কয়েকদিন আগে কোমরে ব্যাথা হয় এরপর ঔষধ খাওয়ানোর পর থেকে কিছুটা খেতে পারে।কিন্তু আবার একি হয়ে যায় কিছু খায়না মাছ, শুটকি এগুলা দিয়ে ভাত মেখে দিলে খেতো? এছাড়াও কি কিছু খাওয়ানো যায়? ক্যাট ফুড ওর বয়স অনুযায়ী কোনটা খাওয়ানো যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *