Blog, Dog, Dog Care

Puppy (বাচ্চা কুকুর) কে খাওয়ানোর নিয়ম

feed a puppy

আপনি যদি একটি ছোট কুকুরের বাচ্চার দেখাশোনা করার দায়িত্ব পান এবং বাচ্চাটি যদি কয়েক সপ্তাহ বয়সী ছোট একটি Puppy হয় তাহলে আপনাকে তার প্রতি আলাদা যত্ন নিতে হবে। অনেক সময় বাচ্চা একদম ছোট থাকতে তার মা অসুস্থ হয়, মারা যায় অথবা বাচ্চাকে হারিয়ে ফেলে তখন ঐ বাচ্চাটির খাবার নিয়ে সমস্যা হয়। তাই সঠিক উপায়ে না খাওয়ালে বাচ্চাটির ক্ষতি হতে পারে। Puppy কে খাওয়ানোর কিছু নিয়মাবলী দেওয়া হল –

• একটি বাচ্চা কুকুরের চার সপ্তাহ বয়স পর্যন্ত মায়ের দুধ থেকেই সব ধরনের পুষ্টি পায়। এটি তাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ সময় বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করা উচিৎ নয়।

• বাচ্চাটি যদি অনাথ হয় তাহলে তাকে বাচ্চা আছে এমন মা কুকুরের কাছে দিতে হবে যাতে সে দুধ খেতে পারে।

• মা কুকুর না পাওয়া গেলে পশু চিকিৎসকের পরামর্শে করে milk formula খাওয়াতে হবে।গরু অথবা অন্য প্রাণীর দুধ কুকুরের বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। সব বয়সের বাচ্চাদের জন্য milk formula এর পরিমান এক নয়। বাজারে বিভিন্ন ধরনের milk formula পাওয়া যায় তাই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে।

• দুধ উষ্ণ গরম করে খাওয়াতে হয়। ঠাণ্ডা দুধ খাওয়ানো যাবে না।

• চার সপ্তাহ বয়স পর্যন্ত ৩-৪ ঘণ্টা পর পর বাচ্চাকে দুধ খাওয়াতে হয়।

• চার সপ্তাহ বয়সের পর থেকে তারা একটু একটু করে শক্ত খাবার(solid food)খেতে শুরু করে। তখন এদেরকে বাসায় তৈরি খাবার অথবা ভালমানের Puppy food দিতে হবে। সাথে দিনে ২-৩ বার milk formula দেওয়া যেতে পারে। খবার বাসায় তৈরি করলে খেয়াল রাখতে হবে যেন ৪০%-৮০% প্রোটিন, ৫%-১০% সবজি, ২০%-৬০% আঁশ সমৃদ্ধ কারবোহাইড্রেট এবং ৫%-১৫% ফ্যাট থাকতে হবে। বাসায় একটু নরম সাদা ভাত এর সাথে গরু অথবা হাড়বিহীন মুরগির মাংসের কিমা সেদ্ধ করে দিতে পারেন।

• আট সপ্তাহ বয়সে এসে তারা পুরোপুরি solid food খেতে পারে এবং তখন milk formula খাওয়ানো বন্ধ করে দেওয়া যেতে পারে।

• ৬-১২ সপ্তাহ বয়সে দিনে ৪বার ,১২-২০ সপ্তাহ বয়সে দিনে ৩বার এবং ২০ সপ্তাহের বেশি হলে দিনে দুইবার খাবার খেতে দিতে হবে।

7 thoughts on “Puppy (বাচ্চা কুকুর) কে খাওয়ানোর নিয়ম

  1. sancharee mishra says:

    আমি একটা কুকুর পুষছি , কিন্তু তার মা নেই, আমি ঠিক জানিনা কি করে তাকে যত্ন করতে হবে, ওকে দুধ দিলে বমি করে দিচ্ছে , ন যে কোন সময় কি কি খাওয়াতে হবে , baby ফুড খাওয়ানো যাবে, র আমূল দেয়া যাবে ওকে, কোনো কি মেডিসিন দিতে হবে, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব জানান

    1. PetLover says:

      কুকুরটির বয়স যদি ৪সপ্তাহের বেশি হয় তাহলে ওকে মুরগির মাংস, মুরগিসেদ্ধপানি এবং ভাতের মাড় খাওয়াতে পারেন,বেশি বমি করে দুর্বল হয়ে না পড়ে এজন্য রাইস স্যলাইন অথবা ওরস্যলাইন খাওয়াতে পারেন। অনেক সময় দুধ খেলে বমি এবং ডাইরিয়া হয়, তাই ২ভাগ পানি ১ ভাগ দুধ এভাবে খুব পাতলা করে খাওয়াতে হবে। আর যত দ্রুতসম্ভব পশু চিকিৎসকের কাছে নিয়ে যান, এখানে ঠিকানা দেয়া আছে। https://www.pet.com.bd/vet-finder/

  2. Rejoaen Ahammed says:

    আমার কুকুরটি 4 সপ্তাহের।আমি একে ভাতের সাথে ডিম মিক্স করে দেই।সাথে গরুর দুধ দেই।কুকুরটাও খায় কিন্তু আল্প পরিমানে।একজন প্রপ্ত বয়স্ক মানুষের হাতের মুশটির এক মুশটি পরিমান খাবার খায়।কিছুক্ষণ পর পর দিলে এমন খায়।এটাতে কি কোন সমস্যা হবে?

  3. Sraban says:

    আমার কুকুর টার বয়স প্রায় 35 থেকে 40 দিন কিন্তু আমি ওকে দুধ বিস্কিট কোন কিছুই খাওয়ানো যাচ্ছে না জোর করে খাওয়াচ্ছে ফেলে দিচ্ছে, কিন্তু বমি করেনা। খাবার আগ্রহ বাড়ানোর জন্য কি করা যেতে পারে??

  4. মোহাম্মদ সাঈদ ইসলাম ইকন says:

    স্পিটজ কুকুর বছরে কয় মাস পর পর বাচ্চা দেয়

  5. niher says:

    এই আর্টিকেল পড়ে উপকারিতা পেলাম।

  6. আমার বাসার পাশের একটা কুকুর বাচ্চা পেরেছে । বাচ্চা গুলার বয়স 1 মাস+ হটাৎ মা কুকুরটা মারা গিয়েছে । বাচ্চাগুলোর জন্য খুব মায়া হচ্ছে ঠিক কি করবো বুঝতে পারছি না । ভাত , ভাতের মাড়, কিছুই খাচ্ছে না জাস্ট পাউরুটি গুলা খাচ্ছে আমার করণীয় কি বললে খুব উপকৃত হব। বাচ্চা গুলা ওর মায়ের জন্য খুব ছুটা ছুটি করছে কি করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *