Blog, Cat, Cat Care

বিড়ালের নখ কাটবেন কিভাবে?

বিড়ালের নখ কি কাটা যাবে?
হ্যাঁ, বিড়ালের নখ কাটা যাবে। কিন্তু খুবই সামান্য পরিমানে trim করতে হবে। নখের সামান্য একটু ভিতরের দিকে মাংস থাকে, তাই সতর্কতার সাথে কাটতে হবে যেন কোন ভাবেই ঐ পর্যন্ত না কাটা হয় তাহলে রক্তক্ষরণ শুরু হবে।

নখ কাটার পদ্ধতিঃ
১। প্রথমে বিড়ালকে শান্ত করতে হবে, উত্তেজিত অথবা রাগান্বিত অবস্থায় নখ কাটা যাবে না। Treat দিয়ে বিড়ালকে খুশি করুন।
২। তাকে আদর করে কোলে তুলে নিন।
৩। একটি পা ধরুন এবং পায়ের তলার মাংসে হালকা করে চাপ দিন এতে করে নখগুলো থাবা থেকে বের হয়ে আসবে।
৪। এরপর বিড়ালের Nail Clipper অথবা মানুষের Nail Cutter দিয়ে সাবধানে নখের আগা অল্প করে কাটুন। একটু ভিতরের মাংস(quick) যেন না কেটে যায় লক্ষ্য রাখতে হবে, এতে বিড়াল ব্যথা পাবে এবং রক্তক্ষরণ হবে।
৫। অনেক বিড়াল ধরতে দিতে চায় না, সেক্ষেত্রে তার ঘাড়ের চামড়া ধরে অথবা মাথার উপর একটা তোয়ালে দিয়ে ঢেকে দিয়ে চুপ করাতে হবে।

4 thoughts on “বিড়ালের নখ কাটবেন কিভাবে?

  1. Priyonti Priya says:

    Thank u

  2. Jannatul Ferdous Sayma says:

    Thanks !!

  3. Priyana Pehu says:

    Alada typer nail cutter kinte hobe

  4. ঐশ্বর্য says:

    জকত বছর হলে নখ কাটা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *