Blog, Cat, Cat Grooming

Grooming কি ? Grooming এর প্রয়োজনীয়তা কি ?

cat grooming

Grooming বলতে সাধারনত পরিষ্কার পরিছন্ন রাখার জন্য যত্নকে বোঝায়। বিড়ালকে স্বাস্থ্যবান ও রোগ-জীবাণুমুক্ত রাখার জন্য grooming করা অত্যন্ত প্রয়োজনীয়। সব বয়সের ও সবজাতের বিড়ালের Grooming করা জরুরী।

Grooming এর প্রয়োজনীয়তা –
১) এটা চর্মরোগ, ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মুক্ত রাখে।
২) সাধারন পরিষ্কার পরিচ্ছন্নতা।
৩) এর ফলে কোনো অসুখ, ক্ষত, ভাঙ্গা সহজে চোখে পরে এবং চিকিৎসা করা সহজ হয়।
৪) বিড়াল এবং মালিকের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়।
৫) বিড়ালের গায়ে উকুন ও পোকা বংশবৃদ্ধি করতে পারে না।

আঁচড়ানো, গোসল করানো, নখ কাটা, লোম কাটা/trimming ইত্যাদি সবই Grooming এর অন্তর্গত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *