Blog, Dog, Dog Care

ঘরে বসে তৈরি করুন স্বাস্থ্যকর Dog Treat

ঘরে তৈরি করা Dog Treat বা Dog Snacks আপনার কুকুরের প্রতি ভালবাসা প্রকাশের একটি অন্যতম মাধ্যম। খুব সহজেই আপনি আপনার পছন্দের কুকুরটির জন্য বানাতে পারেন এবং তাকে ভালো কোন কাজের পুরস্কার হিসেবে Dog Treat দিতে পারেন। Dog Treat কখনই freeze করবেন না অথবা জমাবেন না। Fresh রাখার জন্য refrigerator এ ৫-৭দিন পর্যন্ত সংরক্ষন করতে পারবেন।

Canned food ব্যাবহার করে-

  • যে কোন ফ্লেভার এর একটি Can খুলুন এবং সম্পূর্ণ দলাটি একটি পাত্রে ঢেলে নিন।
  • দলাটি পাতলা এবং লম্বা করে বিস্কিটের মত করে কাটুন।
  • মাইক্রোওয়েভ ওভেনে উচ্চ তাপে আড়াই থেকে তিন মিনিট বেক করুন।
  • Snacks গুলো crispy হলে ঠাণ্ডা করে নিন।

Dry Food ব্যাবহার করে

  • make-healthy-dog-treat-at-home2ব্লেন্ডার মেশিনে ২ কাপ Dry Food নিন এবং ভালোভাবে গুড়ো করে নিন।
  • গুড়ো গুলো একটি বাতিতে ঢালুন। ১-১১/৪ কাপ পানি মেশান এবং ভালো করে মাখান যতক্ষণ না এত dough হয়ে যায়।
  • এবার রুটির মত বানিয়ে ইচ্ছে মত আকারে কাটুন (ছবির মত করে)। তবে মানুষের cookie এর মত খুব পাতলা করা যাবে না।
  • ওভেনে ৩৫০ ডিগ্রি তাপে ২০-৩০ মিনিট বেক করুন।
  • Baked treats গুলকে Refrigerator  এ সংরক্ষন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *