Blog, Dog, Dog Care

কুকুরের Vaccine কেন এবং কখন দিবেন?

Vaccine(টিকা) কি?

কুকুরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের vaccine রয়েছে। vaccine মানে হচ্ছে প্রতিষেধক যা কুকুরের শরীরে antibodies তৈরি করে এবং রোগ-জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

Vaccine কেন দিতে হয়?

কুকুরের কিছু মারাত্মক রোগ আছে যা হলে কুকুর মারা যায় এমনকি তখন কোন ওষুধ কাজ করেনা। তাই রোগ হওয়ার আগে কুকুরকে vaccine দিতে হয়, অসুস্থ অবস্থায় vaccine দিলে তা কাজ করেনা। এর মধ্যে কিছুরোগ (যেমন-rabies) মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে। তাই পোষা কুকুর এবং মানুষ দুইজনের সুরক্ষার জন্য Vaccine প্রয়োজন।

কুকুরকে কি Vaccine দিতে হয়?

এই দুইটি vaccine বাংলাদেশে সহজলভ্য এবং কুকুরের জন্য খুবই উপযোগী

১। EURICAN® 

EURICAN vaccine টি EURICAN DHPPi-L এবং EURICAN DHPPi-LR এর সমন্বয়ে গঠিত খুবই শক্তিশালী এবং কার্যকরী কুকুরের প্রতিষেধক। এটি কুকুরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত প্রাণনাশক রোগ থেকে সুরক্ষিত রাখে। এই vaccine যেসব রোগ প্রতিরোধ করে-
1. Rabies,
2. Distemper,
3. Hepatitis,
4. Parvovirus,
5. Parainfluenza,
6. Leptospira canicola,
7. Leptospira icterohaemorraghiae.

এই vaccine দেওয়ার নিয়ম হচ্ছেঃ

৪-৬সপ্তাহঃ  কুকুরের ৪-৬সপ্তাহ বয়সে প্রথম EURICAN vaccine টি দিতে হয়।
৮ সপ্তাহঃ  এরপর কুকুরের ৮ সপ্তাহ বয়সে EURICAN DHPPi-L টি দিতে হয়।
১২ সপ্তাহঃ সবশেষে কুকুরের ১২ সপ্তাহ বয়সে EURICAN DHPPi-LR টি দিতে হয়। এরপর vet এর পরামর্শে প্রতিবছর Booster Dose দেওয়া উচিৎ।

২। RABISIN®

RABISIN Vaccine টি কুকুরকে জলাতঙ্ক (Rabis) রোগ থেকে সুরক্ষিত রাখে। কুকুরের বয়স 12 সপ্তাহ হওয়ার পরে RABISIN vaccine দিতে হবে। এরপর vet এর পরামর্শে প্রতিবছর Booster Dose দেওয়া উচিৎ।

কোথায় Vaccine দেওয়া হয়?

প্রায় সব Vet-ই vaccine দিয়ে থাকেন। আপনার পরিচিত কোন Vet এর কাছে অথবা আমাদের Vet Finder থেকে আপনার নিকটস্থ Vet এর ঠিকানা খুঁজে টিকা দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন। সব vaccine এর মূল্য একরকম নয়। বিভিন্ন Vet বিভিন্ন রকম দাম নির্ধারণ করে থাকেন।
EURICAN Vaccine: ৫০০-১৫০০টাকা। EURICAN, EURICAN DHPPi-L & EURICAN DHPPi-LR মোট ১৫০০-৪৫০০ টাকা।
RABISIN Vaccine: ৫০০-৮০০ টাকা।
বিঃদ্রঃ মূল্য তালিকা শুধুমাত্র ধারনা দেয়ার জন্য। এটা VET to VET পরিবর্তন হতে পারে।

Vaccine এর কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

সাধারনত এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে অনেক কুকুরের ২-১ দিনের জন্য চুলকানি, ঝিমঝিম ভাব, খাওয়ায় অরুচি , বমি ইত্যাদি হতে পারে। তবে এই লক্ষন বেশিদিন থাকলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

 

6 thoughts on “কুকুরের Vaccine কেন এবং কখন দিবেন?

  1. হিমুর রুমমেট says:

    i have adopted some road dogs. i don’t know what to do and whom to go.

  2. Nejam Uddin says:

    নোবিভ্যাকের রেবিস ভ্যাকসিন দিয়েছি গত মাসের ২০ তারিখে, এ মাসে কি রিপিট ডোজ দিতে পারবো?

    1. Manjur Ahmed says:

      কোথা থেকে দিয়েছেন?

  3. Rakib says:

    কোথায় কুকুরের vaccine পাওয়া যায়, pleas helpar me

  4. Rakib says:

    কুকুরের vaccine কোথায়

  5. Redwan Majid Wahedi Pilu. says:

    It’s really helpful for a dog lover.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *