ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা
অনেকসময় দুর্ঘটনাবশত বিড়াল ব্যথা পেয়ে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতটি যদি গভীর না হয় তাহলে প্রাথমিক চিকিৎসাতেই ভালো হয়। কিন্তু যদি গভীর হয় তাহলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তা না হলে ওই স্থানটিতে ইনফেকশন হয়ে যেতে পারে, জ্বর এসে বিড়াল অসুস্থ হয়ে পড়ে।
শরীরের কোনও স্থান কেটে গেলে প্রথমে কিছু বিষয় লক্ষ করতে হবে-
১) ক্ষতস্থানটিতে রক্তক্ষরণ হচ্ছে কিনা।
২) জায়গাটি ফোলা কিনা।
৩) জায়গাটির লোম পড়ে গিয়েছে কিনা।
৪) ব্যথা আছে কিনা।
৫) চামড়া কেটে গিয়েছে কিনা।
ক্ষতটি যদি গভীর হয় এবং রক্তক্ষরণ বেশি হতে থাকে তাহলে স্থানটি চেপে ধরতে হবে যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। তারপর শুধু পানি দিয়ে পাতলা কাপড় অথবা গজ ভিজিয়ে জায়গাটি মুছে বেঁধে দিতে হবে। এছাড়া বরফের টুকরা ঘষে দেওয়া যায় রক্তক্ষরণ থামানোর জন্য। তারপর অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারন না বুঝে মানুষের ওষুধ যেমন – Napa, Aspirin, Paracetamol, Advil, Tylenol, Savlon, Dettol ইত্যাদি কখনই বিড়ালকে দেওয়া উচিৎ না। এই ওষুধগুলো বিড়ালের জন্য ক্ষতিকর এবং এতে বিড়ালের মৃত্যুও হতে পারে।
ক্ষতটি যদি অগভীর হয় এবং রক্তক্ষরণ না হয় সেক্ষেত্রে জায়গাটি বিশুদ্ধ পানি দিয়ে মুছে আয়োডিন সলিউসন লাগিয়ে Nebanol জাতীয় powder(পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী) লাগাতে হবে। ক্ষত স্থানটি ব্যান্ডেজ না করাই ভালো। যদি অন্য প্রাণীর কামড় হয় তাহলে ভ্যাকসিন দিতে হবে।
সাধারনত বিড়ালের ক্ষত খুব দ্রুত ১-২ সপ্তাহের মধ্যে সেরে যায়। কিন্তু ক্ষতটি গভীর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিড়ালকে বিশ্রাম দিতে হবে। যদি ডাক্তার ব্যান্ডেজ করে দেয় তাহলে ২-১ দিন পর পর ব্যান্ডেজ পরিবর্তন করে দিতে হবে এবং নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। যদি সেলাই লাগে সেক্ষেত্রে বিড়ালকে বেশি দৌড়ঝাঁপ করতে দেওয়া যাবে না। অস্বস্তি হওয়ার কারনে বারবার চাটতে চাইবে তখন তাকে চাটতে দেওয়া যাবে না কারন তাতে সেলাই ছুটে যাওয়ার ভয় থাকে। তখন তাকে Elizabeth Cat Collar(কিনতে পাওয়া যায়) পড়িয়ে দিতে হবে। এভাবে বিড়ালকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে।
বিড়ালটিকে বেজি কামড়েছে বাম রানে। সেটা ক্ষত আকার ধারণ করেছে। ছুঁতেই দেয়না। আমার বিড়ালের বয়স এক বছর। তার লেজের গোড়ায় ক্ষত। পেশাবের রাস্তায় ক্ষত।
আমি কর্ম ব্যস্ত মানুষ। হাসপাতালে নিয়ে ভ্যাক্সিন দিতে পারছিনা। ঘরে থাকা নেবানল পাউডার +নিউস্টেন অয়েন্টমেন্ট দিচ্ছি গত তিনদিন। ক্ষত শুকাচ্ছেনা কারণ সে চাটছে।
খাবারে সেদ্ধ মাছ,মুরগী দিচ্ছি। শিঙ মাছই বেশি দেই।
আমার আর কি করণীয় জানালে চিন্তামুক্ত থাকবো।
অনুগ্রহপূর্বক জানাবেন প্লিজ।
আমার বিড়াল দেশী বিড়াল।
ধন্যবাদ।
হোসনা শেলী
আরজত পাড়া,তেজগাঁও, ঢাকা-১২১৫.
Yes
আমার বিড়াল থেকে অন্য বিড়াল লেজে কামড় দিয়েছে গত একসপ্তাহ আগে
ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে এবং জায়গাটা ফুলে গেছে
কিছুদিন পর থেকে সেখান থেকে পুঁজ বের হচ্ছে
আমার বিড়ালটার মারাত্মক ব্যথা করতেছে
এখন আমার করনীয় কি?
আমার বিড়ালটার পায়ে কয়েক মাস আগে ফুলে গিয়েছিল তারপর ওটা কিছুদিন পরে ফেটে গিয়ে খুব পুচ পড়তে থাকে তারপর ওটা আর ঠিক হচ্ছেনা , ও বারে বারে ওই জায়গাটা চাটছে ফলে এক জায়গায় সুখাচ্ছে আবার আরেক জায়গায় হচ্ছে ..এখন বিড়াল টা কিছু খাচ্ছেন না কি করবো একটু plss বলে দেন o khub kosto pachche😭😭😭😭😭pless help
Amr beral tar o arokom hocce ke korbo plz help … Grm kapor er sek dele hoyto tek hote pare
আমার বিড়ালের নাকে ঠান্ডা লেগে ঘা হয়ে গেছে
এখন কি করব
ভেকসিন দেয়া
বিরালের ঘারে চুলকিয়ে গলায় ঘা ঘা হয়ে গেছে।। এর জন্য কি ব্যবহার করবো?দয়া করে একটু বলবেন??
AMR fuppir biral ke onno biral PAYE kamor diche akhon oi jayga khoto hoiya gese r Pugh o Ber hoy akhon ki korbo
আমার বিড়াল এর ও একই সমসসা । আমার বিড়াল এর ক্ষত জায়গাটা থেকে পোজ বের হয় । আর আখন এইটা আরো বাড়ছে ,ওর অবস্থা বেশি খারাপ ।
আমার বিড়াল বাচ্চাটার বয়স ৩মাস গত পরসু একটা বিড়াল ওকে খুব অঘাত করেছে কিছুটা ক্ষত করেছে। ছিলে গেছে। আমি হলুদ দিয়েছিলাম, তারপর থেকে তার জ্বর শরির অনেক গরম,আজকে ২দিন জ্বর, আমার এলাকার আশেপাশে কোন pets নেই।এখন আমি কি করব আমাকে plz plz কেউ বলুন সাহায্য করুন কেউ 🙏🙏🙏😭
আমার বিড়ালের গায়ে কিছু ক্ষত চিহ্ন দেখা দিয়েছে, এতে করে তার জায়গাটা অনেকটা ফুটো হয়ে গেছে। সেখান থেকে পানি পড়ছে এখন কি করা যায়?
Amar biral er pa a betha peyese…hat te partese nah..betha er jaigai dorle kanna kore…akhn ki medicine use korbo
amar biral er kan ar payer chamra lom shoho utha jacce…lej er ongsho tao khosh khoshe hoye gese..biral ta baccha ..akhon ki korbo
Amar biraler golay o ghare onno biral kamor diyechilo. Shekhane savlon cream lagiye diyechilam. Kintu grame thakay Amar biral bar bar matite giye khitosthane ghosha lagiye mati lagay. Ekhon khoto Boro hote hote onk tuku jayga choriye giyeche. Sharakkhon chate r oikhan thk chulkiye mangsho chamra uthiye fele. Amar grame kono animal doctor o nei. Ekhon Amar koronio ki? 😢
আমার বিড়ালকে অন্য বিড়াল কামড় দিয়েছে।
পায়ে ফুলে গেছে এবং পানি পড়ছে এ ক্ষেত্রে করণীয় কি?
কোন ঔষধ এর নাম বলেন যাতে ক্ষত তারাতারি শুকিয়ে যায়।😑
আমার গতকাল কালকে লাঠির বাড়ি খেয়ে এক হাত ও পায়ে ব্যাথা পেয়েছে। পা খোরায়া খোরায়া হাটছে। এখন ওকে কি ঔষধ খাওয়ানো যায়?
আমার বিড়ালের পায়ে একটু গভীর ক্ষত হয়েছে,,ডাক্তারের কাছে নিছিলাম ড্রেসিং করে tab cef 3 -500mg diche ৫ ভাগ করে ৫ দিন ।এই ওষুধ টা কি দেয়া ঠিক হবে?🥺
বিড়ালের ঘাড়ের উপর লোম পড়ে গেছে এবং ঘা হয়ে গেছে । গা থেকে পানি বের হচ্ছে।
বিড়ালের কানের দুই পাশে অনেকদিন থেকে ক্ষত হয়ে আছে এবং লেজের গোড়ায় ঘা হয়ে আছে,কানের উপর ছোট ছোট বিচি।নিয়মিত পা দিয়া চুলকায়।যার ফলে পশম উঠে গেছে।
আসসালামু আলাইকুম
গত দুই মাস আগে বিড়াল্টা হারিয়ে গিয়েছিলো দুইমাস পির ফেরত এসেছে।এখন তার পায়ের একটা নখ নাই।ফুলে আছে,পুজ বের হচ্ছে ধারনা করছি পোকাও হয়েছি।কি করনীয় প্লিজ জানাবেন