কুকুরের ডায়রিয়া এবং বমি
ডায়রিয়া কুকুরের একটি পরিচিত অসুখ।
বিভিন্ন কারনে ডায়রিয়া হয়ে থাকে যেমন –
১) অতিরিক্ত খেলে
২) পচা বাসি খাবার খেলে
৩) অপরিষ্কার পানি খেলে
8) কৃমির কারনে
৫) নতুন কোনো খাবার খেলে
৬) অন্য কোনো অসুখের কারনে
এসময় কুকুর ঘন ঘন পাতলা পায়খানা করে এবং বমি করে। এর ফলে কুকুরের দেহে পানিশূন্যতা দেখা দেয়, দুর্বল হয়ে কুকুর মারাও যেতে পারে। তাই ডায়রিয়া হলে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে যত দ্রুতসম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।
প্রাথমিকভাবে যা যা করতে হবে –
১) যদি বমি ও পায়খানা একসাথে করে তাহলে ১২ ঘণ্টা পর্যন্ত কুকুরকে কোনও খাবার দেওয়া যাবে না।
২) পানিশূন্যতা থেকে বাঁচাতে বরফের টুকরা সামনে দিতে হবে, চেটে খেলে বমিও কমবে।
৩) শুধুমাত্র জীবাণুমুক্ত পানি খেতে দিতে হবে।
8) যদি বমি কমে যায় তাহলে অল্প মুরগির মাংস ও সাদা ভাত খাওয়াতে হবে। যতক্ষণ পায়খানা স্বাভাবিক না হয় তাকে শুধু এই খাবার খাওয়ানো যাবে।
৫) ডায়রিয়া যদি ২৪ ঘণ্টার বেশি থাকে এবং পায়খানার সাথে রক্ত দেখা যায় তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

Cat Food
Cat Litter
Dog Food


Write about dog and cat antibiotics.