কুকুরের দাঁতের অনেক রোগের মধ্যে Periodontal Disease একটি পরিচিত রোগ। সাধারনত তিনবছর বয়স থেকে অনেক কুকুরেরই এই রোগ দেখা দেয়। সঠিক সময়ে চিকিৎসা না করলে এটি খুব খারাপ পর্যায়ে চলে যায় এবং দাঁত রক্ষা করা সম্ভব হয় না। এই রোগের শুরু হয় দাঁতের গোঁড়ায় এক ধরনের ব্যাকটেরিয়া জমে হলুদ আবরন ফেলে যাকে plaque বলে। কিন্তু আস্তে আস্তে এটি দাঁতের মাড়ি, চোয়াল পর্যন্ত বিস্তৃত হয়। মুখের টিস্যুকে, রক্ত কনিকাকে নষ্ট করে দেয় ফলে দাঁতকে ক্ষতি করে। এক পর্যায়ে দাঁত পড়ে যায়।
Periodontal Disease এর লক্ষন-
১) খাবার খেতে না চাওয়া অথবা চিবাতে কষ্ট হওয়া।
২) মাড়ি দিয়ে রক্ত পড়া অথবা লাল মাড়ি।
৩) দাঁত ভেঙ্গে যাওয়া এবং পড়ে যাওয়া।
৪) কুকুরের খেলনা এবং খাওয়ার পানিতে রক্ত দেখা।
৫) নিঃশ্বাসে দুর্গন্ধ।
৬) মুখ ও মাড়ি ফুলে যাওয়া।
৭) মুখ দিয়ে বেশি লালা ঝরা।
৮) হাঁচি দেওয়া এবং নাক দিয়ে পানি পড়া।
৯) মাথা এবং মুখ ছুঁতে না দেওয়া।
এসব কোনো রোগ দেখলে কুকুরকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই রোগের বিভিন্ন চিকিৎসা আছে যেমন scaling, polishing, surgery, ওষুধ ইত্যাদি এর মাধ্যমে এই রোগ সেরে যায়।