Blog, Dog, Emergencies

কিভাবে বুঝবেন কুকুরের বিষক্রিয়া হয়েছে

dog poisoning symptoms

অনেক সময় বিষাক্ত খাবার, বিষাক্ত গাছ, কীটনাশক, বিষ দিয়ে মারা প্রাণী খেয়ে কুকুরের বিষক্রিয়া হয়। নিম্নোক্ত লক্ষনগুলো দেখলে বুঝতে হবে যে আপনার কুকুর বিষাক্ত কিছু খেয়েছে এবং এতে তার মৃত্যু হতে পারে সুতরাং দেরি না করে যতদ্রুত সম্ভব পশু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

১) কুকুরের মাড়ি পরীক্ষা – কুকুরের মাড়ি সাধারনত গোলাপি, হাল্কা লাল ও হাল্কা কালো হয়ে থাকে। মাড়িতে হালকা চাপ দিয়ে ছেড়ে দিতে হবে, স্বাভাবিক ভাবে তখন ২ সেকেন্ডের মধ্যে সাদা থেকে গোলাপি হয়ে যাবে। অস্বাভাবিক অথবা অন্য রঙের হলে মারাত্মক অসুস্থতা অথবা বিষক্রিয়া নির্দেশ করে।

২) ভারসাম্য পরীক্ষা – কুকুর স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবে না, টলমল করে হাঁটবে, বিচলিত থাকবে এবং ঝিমঝিম করবে। দুর্বল হয়ে পরবে।

৩) শারীরিক ক্রিয়ার পরিবর্তন – বমি করা, মুখ দিয়ে ফেনা ওঠা, পাতলা পায়খানা হওয়া, বমি এবং পায়খানার সাথে রক্ত পড়া বিষাক্ত কিছু খাওয়ার লক্ষন হতে পারে।

৪) শ্বাস পরীক্ষা – ঘন ঘন শ্বাস নেওয়া অথবা খুব আস্তে শ্বাস নেওয়া, অস্বাভাবিকভাবে ঘড়ঘড় শব্দ করা।

৫) তাপমাত্রা দেখা – কুকুরের স্বাভাবিক তাপমাত্রা ১০১ ডিগ্রি – ১০২ ডিগ্রি ফারেনহাইট। এর খুব কম অথবা বেশি অসুস্থতা নির্দেশ করে।

৬) স্বাভাবিক খাবার না খাওয়া – বিষাক্ত কিছু খেলে স্বাভাবিক খাবার ছেড়ে দিবে, কোন খাবারই খাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *