Blog, Cat, Emergencies

দুর্ঘটনায় পুড়ে যাওয়া বিড়ালের প্রাথমিক চিকিৎসা

first aid traetment for burn cat

অনেক সময় বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে বিড়াল পুড়ে যেতে পারে। আগুনে, গরম পানিতে, কারেন্ট এর সকেট দিয়ে, এসিড জাতীয় ক্যামিক্যল দিয়ে আরও বিভিন্নভাবে পুড়ে যেতে পারে। বিড়ালের শরীর ও চামড়া অনেক নরম হওয়ার কারনে পুড়ে যাওয়া এদের জন্য অনেক ক্ষতিকর। সঠিকভাবে চিকিৎসা না করলে ইনফেকশন হয়ে যায়। আর তাই পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে অবশ্যই vet এর কাছে নিয়ে যেতে হবে।

গরমে পুড়ে গেলেঃ
১। পোড়া স্থানটি দেখার সাথে সাথে ১৫ মিনিট ঠাণ্ডা পানি ঢালতে হবে। স্প্রে করা যাবে না কারন বিড়াল স্প্রে করা পছন্দ করে না। এরপর স্থানটি ভেজা একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
২। পোড়া যদি কম হয় তাহলে আয়োডিন সলিউশন(যেমন: Povisep) দিয়ে হালকাভাবে মুছতে হবে, স্থানটি কোনভাবেই ঘষা যাবে না। এরপর Burna cream / Aloe vera gel (অল্প পরিমানে) লাগিয়ে দিতে হবে।
৩। সম্ভব হলে বিড়ালটিকে elizabethan collar পরিয়ে দিতে হবে। কারন পোড়া স্থানটি বিড়াল বারবার চাটতে চাইবে, এতে করে ক্ষতস্থানটির চামড়া উঠে যেতে পারে। তাই তাকে কোনভাবেই স্থানটি চাটতে দেওয়া যাবে না। এছাড়া ওষুধ লাগালে চেটে সে খেয়ে ফেলতে পারে।
৪। পোড়া যদি খুব বেশি হয়, ঠাণ্ডা পানিতে কাপড় ভিজিয়ে ক্ষতস্থানের উপর দিয়ে নিয়ে দ্রুত vet এর কাছে নিয়ে যেতে হবে।

ক্যামিক্যল দিয়ে পুড়ে গেলেঃ
Chemical দিয়ে পুড়ে গেলে সাথে সাথে সাবান এবং পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর যত দ্রুতসম্ভব vet এর কাছে নিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *