একটি কুকুরের শরীরে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমান ক্যালোরির প্রয়োজন হয়। তাই তার দৈনিক খাবারে সেই পরিমান ক্যালোরি থাকা অত্যন্ত প্রয়োজন। তবে ক্যালোরির পরিমান কম বেশি হয় তার জীবনধারণের প্রকৃতির উপর। ঘরে থাকা কুকুর যদি কম ব্যায়াম এবং কম হাঁটাচলা করে তবে তার শক্তি কম খরচ হবে ফলে তার ক্যালোরিও কম প্রয়োজন হবে। কিন্তু যদি কুকুর বেশি পরিশ্রম, ব্যায়াম করে তবে তার ক্যালোরি বেশি প্রয়োজন হবে। এছাড়া বয়স, ওজন এবং উচ্চতার উপরও দৈনিক ক্যালোরির পরিমান নির্ভর করে।
কুকুরের দৈনিক ক্যালোরির চাহিদা নির্ধারণের বিভিন্ন সুত্র রয়েছে। যেমনঃ
প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরি= (৩০ X কুকুরের ওজন)+ ৭০
উদাহরনঃ যদি কুকুরের ওজন ১৫ কেজি হয় : (৩০ X ১৫)+৭০ = ৫২০ ক্যালোরি প্রতিদিন
বিভিন্ন কোম্পানির Dry Food এবং Canned Food এ ক্যালোরির পরিমান কম বেশি হয়ে থাকে। তাই কুকুরকে খাওয়ানোর আগে খাবারের প্যাকেটের নির্দেশনা পড়ে নিন। বয়স এবং জাত অনুযায়ী ভিন্ন ভিন্ন খাবার পাওয়া যায়। আপনার কুকুরের ওজন অনুযায়ী প্রতিদিন সঠিক পরিমানে খাবার খাওয়ান।
তবে ঘরে তৈরি কুকুরের খাবারের ক্যালোরি নির্ধারণ করা একটু কঠিন। ক্যালোরির পরিমান কম হলে কুকুর পুষ্টিহীনতায় ভোগে এবং ক্যালোরির পরিমান বেশি হলে এবং সে অনুযায়ী ব্যায়াম এবং হাঁটাচলা না করলে অতিরিক্ত ওজন হয়ে যায় এবং ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে।