Blog, Dog, Dog Care

কুকুরকে Potty Train করার উপায়

how to potty train a puppy

গৃহপালিত পশুর মধ্যে কুকুর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং এদেরকে কম সময়ে যে কোন প্রশিক্ষণ দেওয়া যায়। তাই এদেরকে সহজেই potty train করানো যায়। যাদের বাড়িতে খোলা জায়গা আছে তারা কুকুরকে ঘরের বাইরে গিয়ে potty করার প্রশিক্ষণ দেয়। তবে ছোট এপার্টমেন্টে কুকুরকে সাধারনত বাথরুমে potty করার প্রশিক্ষণ দেওয়া হয়।

  • কুকুরকে বারবার বাথরুমে অথবা বাইরে যেখানে টয়লেট করবে সেখানে নিয়ে যেতে হবে। যতবার সম্ভব প্রতি আধা ঘণ্টা – এক ঘণ্টা পর পর। puppy হলে তাকে বেশি করে নিতে হবে কারন puppy এর মূত্রথলি ছোট এবং pee বেশিক্ষণ আটকে রাখতে পারে না।
  • কুকুর যখনি মাটিতে শুকতে থাকবে, জায়গা খুঁজতে থাকবে, লেজটিকে অদ্ভুতভাবে তুলে রাখবে তখনি তাকে বাইরে নিয়ে যেতে হবে।
  • বাথরুমে নিয়ে গিয়ে মুখে যে কোন একটি শব্দ বলতে হবে যা সে মনে রাখে। যেমন-“go potty”, “do potty” ইত্যাদি।Potty Train your Puppy
  • বাথরুমে টয়লেট করার জন্য newspaper এর টুকরা অথবা dog litter tray ব্যাবহার করা যায়। dog litter tray তে মাটি ব্যবহার করতে হবে। এছাড়া বিভিন্ন pet shop এ dog training pads(ছবির মত)কিনতে পাওয়া।
  • Newspaper ব্যাবহার করলে তা পাল্টে নতুন Newspaper দেওয়ার সময় একটু শুকনো pee রেখে পরিস্কার করতে হবে । গন্ধ পেলে কুকুরের জায়গাটি ভালভাবে মনে থাকে।
  • রাতে ঘুমানোর সময় একটি খাঁচাতে রেখে যেতে হবে। কারন ঘরের মধ্যে ছেড়ে দিলে সে এখানে ওখানে টয়লেট করবে। খাঁচার ভেতর নরম কাপড় দিয়ে বিছানা দিতে হবে।কুকুর আরাম পেলে সেখানে টয়লেট করবে না বরং আটকে রাখবে। সকালে যখন বাথরুমে নিয়ে যাওয়া হয় তখন টয়লেট করবে। তবে খাঁচায় বেশিক্ষণ আটকে রাখা উচিৎ না কারন কুকুর সেখানেই টয়লেট করে দিতে বাধ্য হবে। দিনের বেলাও ১ ঘণ্টার বেশি খাঁচায় আটকে রাখা যাবে না তাতে কুকুর এটাকে শাস্তি মনে করবে এবং খাঁচায় থাকতে চাইবে না।
  • যদি ঘরের মধ্যেই pee করে দেয় সাথে সাথে জায়গাটি ভালভাবে ভিনেগার অথবা লিকুইড সাবান দিয়ে পরিস্কার করতে হবে যাতে গন্ধ না থাকে। গন্ধ পেলে সেখানেই আবার pee করতে চাইবে।
  • প্রতিবার বাথরুমে গিয়ে অথবা বাইরে গিয়ে টয়লেট করলে তাকে উৎসাহিত করার জন্য পুরস্কার হিসেবে তার পছন্দের খাবার দিতে হবে এবং আদর করতে হবে।
  • বাথরুমে গিয়ে শান্ত গলায় আস্তে কথা বলতে হবে। জোরে ও উঁচু গলায় কথা বলা যাবে না কারন সে আপনাকে দেখে মনে করতে পারে যে সে কোন ভুল করছে।
  • প্রতিদিন সময় মতো খাবার দিতে হবে। এতে poop করার সময় নির্ণয় করা সহজ হবে। প্রতিবার খাওয়ার পর ২০-৩০ মিনিট অপেক্ষা করতে হবে তারপর বাথরুমে নিয়ে যেতে হবে।
  • দুর্ঘটনাবশত ঘরে pee করতেই পারে। তখন তাকে কোন ভাবেই শাস্তি দেওয়া অথবা কোন কিছু দিয়ে আঘাত করা যাবে না। এতে করে কুকুর অনেক ভয় পেতে পারে এবং আপনার কথা অমান্য করতে পারে।

এভাবে সঠিকভাবে প্রশিক্ষণ দিলে কুকুরকে potty train করতে ৬-৭ দিন সময় লাগবে। বুদ্ধিমান হওয়ার কারনে খুব কম সময়েই এরা potty train হয়। তবে বাথরুমকে পরিস্কার রাখতে হবে এবং সময়মত কুকুরকে neuter অথবা spay করাতে হবে যাতে তারা বাথরুম অথবা নির্দিষ্ট জায়গা ছেড়ে অন্য কথাও টয়লেট না করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *