Blog, Cat, Cat Care

বিড়ালের জন্য যে সব খাবার ক্ষতিকারক

harmful foods for cats

আমরা শখ করে আদরের বিড়ালকে আমাদের পছন্দের খাবার দিয়ে থাকি। কিন্তু মানুষের এমন অনেক খাবার আছে যা বিড়ালের জন্য বিষাক্ত এবং বিপদজনক হয়ে থাকে। তাই এসব খাবার খেয়ে অনেক সময় পোষা প্রাণীটি অসুস্থ হয়ে পড়তে পারে এমন কি মৃত্যুও হতে পারে। আবার অসাবধানতাবশত অনেক সময় কিছু জিনিষ খেয়ে ফেলে। তাই জেনে রাখা ভালো কোন খাবারগুলো ও জিনিসগুলো থেকে বিড়ালকে দূরে রাখা উচিৎ।

১) চকলেট, কফি, ক্যাফেইন এবং চা – এই খাবার গুলো কোকো বীজ থেকে তৈরি হয় যাতে methylxanthines নামের একটি পদার্থ থাকে। এটি খেলে বিড়ালের বমি, ডায়রিয়া, অতিরিক্ত তৃষ্ণা, অস্বাভাবিক হৃদকম্পন হয়ে থাকে।

২) অ্যালকোহল – Beer, Liquor, Wine এবং যেসব খাবারে অ্যালকোহল থাকে সেসব খাবার খেলে দেহে অতিরিক্ত রক্ত সঞ্চালন হয়, এর ফলে হৃদক্রিয়া বন্ধ হয়ে অথবা heart attack করে বিড়াল মারা যায়।

৩) আঙ্গুর ও কিসমিস – আঙ্গুর ও কিসমিস কিডনির কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় ও কিডনিকে নষ্ট করে দেয়।

৪) পেঁয়াজ, পেয়াজকলি, রসুন – এইসব খাবার রক্তের কনিকা নষ্ট করে দেয়। বেশি পরিমানে খেলে বিড়ালের মৃত্যু হতে পারে।

৫) চিনি ও লবন – সোডিয়াম আয়ন বিড়ালের জন্য বিষ। অতিরিক্ত লবন খেলে বমি ও ডায়রিয়া হয়ে মারা যায়। অতিরিক্ত চিনি ডায়াবেটিস সৃষ্টি করে ও দাঁতের ক্ষতি করে। Xylitol(এক ধরনের মিষ্টি জাতীয় পদার্থ) বিড়ালের জন্য বিষাক্ত।

৬) টুনা মাছ – বিড়াল টুনা মাছের প্রতি আসক্ত হয়ে পরে, অতিরিক্ত টুনা খাওয়া বিষাক্ত হতে পারে বিড়ালের জন্য।

৭) কাঁচা আটা, টুথপেষ্ট ও চুইঙ্গাম – ইস্টযুক্ত কাঁচা আটা বিড়ালের জন্য বিষ। টুথপেষ্ট ও চুইঙ্গাম এর পদার্থ বিড়ালর শরীরের জন্য ক্ষতিকর।

৮) কাঁচা মাংস, কাঁচা ডিম ও হাড় – কাঁচা ডিম ও মাংসে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, এর ফলে এটি হজমের জন্য ক্ষতিকারক ও রোগজীবাণু বহন করে প্রাণীর দেহে। শক্ত হাড় খাওয়ার ফলে বিড়ালের মাড়িতে ক্ষত সৃষ্টি হয় ও গলায় আঁটকে বিড়াল মারাও যায়।

৯) দুধ – অনেক সময় দুধ ও দুধজাতীয় খাবার বেশি খেলে ডায়রিয়া হয়ে বিড়াল মারা যায়। তবে জীবাণুমুক্ত ও পরিমান মত পানি মেশানো খেলে ক্ষতি হয় না।

১০) মাশরুম, শাপলাফুল, টিউলিপ ফুল এবং বিভিন্ন গাছ  – মাশরুম বিড়ালের জন্য বিষাক্ত। শাপলাফুল , টিউলিপ ফুল ছাড়াও বিড়ালের জন্য বিষাক্ত গাছগুলো হলঃcat-poisonus-plants

১১) মানুষের ওষুধ ও কীটনাশক – মানুষের অনেক ওষুধ খেলে  বিড়াল মারা যায় তবে পশু চিকিৎসক এর পরামর্শে ওষুধ খেলে অসুস্থ বিড়াল সুস্থ হয়। কিন্তু কীটনাশকে মারাত্মক বিষক্রিয়া হয়।

2 thoughts on “বিড়ালের জন্য যে সব খাবার ক্ষতিকারক

  1. Aysha Siddika says:

    tomato ki biraler jonne khoti??

  2. Joy says:

    বিড়াল ভুলবশত মাথার কলস খেয়ে ফেলেছে এখন কি করণীয়???
    এবং বিড়ালকে লেবু খাওয়ানো হয়েছে এখন কি কোন সমস্যা হবে??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *