Blog, Dog, Dog Care

শীতে কুকুরের যত্ন

dog care in winter

শীতকালে কুকুরের বিশেষ যত্নের প্রয়োজন হয়। শীতে ছোট লোমওয়ালা কুকুরের এবং বাচ্চা কুকুরের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। জ্বর, কাশি, নিমনিয়া, চর্মরোগ ইত্যাদি রোগ হয়ে থাকে। এমনকি হাইপথারমিয়া হয়ে কুকুর মারাও যায়। তাই শীতকালে বিশেষ যত্ন নিতে হয়।

• শীতকালে অবশ্যই কুকুরকে আলাদা ঘর বানিয়ে দিতে হবে খোলাস্থানে ঘুমাতে দেওয়া যাবে না।

• মাটিতে কম্বল অথবা মোটা কাপড় দিয়ে বিছানা বানিয়ে দিতে হবে।

• সম্ভব হলে ঘরে রাখতে হবে। শীতের মধ্যে এরা গরম স্থান, বিশেষ করে আগুনের পাশে থাকতে পছন্দ করে।

• লম্বা লোমওয়ালা কুকুরের তেমন সমস্যা হয় না তবে যে কুকুরের লোম কম এবং বাচ্চা কুকুরের বিশেষ যত্ন নিতে হবে।

• ঠাণ্ডা থেকে রক্ষা করার জন্য কুকুরকে পোশাক পড়িয়ে রাখা যেতে পারে।

• এই সময়ে grooming এবং trimming করে এদের লোম ছোট করে রাখা যাবে না। কারন এদের লোম এদের গরম রাখতে সাহায্য করে।

• প্রতিদিন গোসল করানো যাবে না এবং ঠাণ্ডা পানি ব্যাবহার করা যাবে না। কয়েকদিন পর পর হালকা গরম পানি দিয়ে গোসল করাতে হবে।

• দিনে সূর্যের আলোতে থাকতে দিতে হবে।

• কোন কারনে পানিতে ভিজে গেলে তাড়াতাড়ি মুছে দিতে হবে।

• কাশি অথবা হাঁচি দিলে অথবা জ্বর আসলে পশু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *