Blog, Cat, Cat Grooming

বিড়ালের লোম পড়ে গেলে যা করণীয়

prevention-of-cat-hair-loss

বিড়ালের লোম পড়ে যাওয়াকে ইংরেজিতে Shedding বলে। Shedding হচ্ছে বিড়ালের লোম পড়ে যাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঋতু অনুযায়ী Shedding কম বেশি হয়। Outdoor বিড়ালের গরমকালে লোম বেশি পড়ে গিয়ে শরীর ঠাণ্ডা থাকে আর শীতকালে কম লোম পড়ে যা শরীরকে গরম রাখতে সাহায্য করে। কিন্তু indoor বিড়ালের সারা বছরই Shedding হয়। তবে খুব বেশি লোম পড়ে গেলে তাকে রোগের লক্ষন বলে বুঝতে হবে।

অতিরিক্ত লোম পড়ার কারন –
স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত লোম পড়ে গেলে বিড়ালকে অবশ্যই vet এর কাছে নিয়ে যেতে হবে। অতিরিক্ত লোম পড়ার কিছু কারন হলঃ
১. এলার্জি
২. ব্যকটেরিয়াল ইনফেকশন
৩. রিংওয়ার্ম, Flea অথবা উকুনের ন্যায় পরজীবী
৪. হরমোনের তারতম্য
৫. নিম্নমানের খাদ্য গ্রহন
৬. নিম্নমানের grooming এর পণ্য ব্যাবহার, যেমনঃ শ্যাম্পু, পাউডার ইত্যাদি।
৭. Pregnancy বা lactation
৮. মানসিক stress

prevention-of-cat-hair-loss1Shedding নিয়ে উদ্বিগ্ন কখন হবেন?
যখন Shedding এর সাথে সাথে বিড়াল অতিরিক্ত চুলকাবে, কামড়াবে অথবা চাটাচাটি করবে তখন বুঝতে হবে অন্য কোন কারন রয়েছে। শরীরের কোন কোন স্থানের যদি লোম পড়ে গিয়ে চামড়া দেখা যায় (চিত্রের মত) তবে তাকে medical treatment দিতে হবে।

কিভাবে লোম পড়া (Shedding) কমানো যায় –
যদি বিড়ালের অতিরিক্ত লোম পড়ে এবং vet যদি বলে যে কোন medical issue নেই, তখন আপনি এভাবে Shedding কমানোর চেষ্টা করতে পারেন।
• খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। বেশি বেশি মাছ এবং মাংস খাওয়ান। Cat food খেয়ে থাকলে brand পরিবর্তন করে ভালো মানের খাবার দিন।
• প্রতিদিন grooming করান। দিনে অন্তত একবার grooming brush দিয়ে পুরো শরীর আঁচড়ে মরা লোমগুলো ফেলে দিন।
• Grooming এর পর পুরো শরীর check করুন , লাল দাগ, কাঁটাছেড়া, fleas, ticks, অন্যান্য পরজীবী ইত্যাদি আছে কিনা ভালভাবে লক্ষ্য করুন। fleas, ticks, অন্যান্য পরজীবী Shedding এর অন্যতম কারন। তাই বিড়ালকে fleas, ticks, অন্যান্য পরজীবী থেকে মুক্ত রাখুন।
• ভালো brand এর বিড়ালের শ্যাম্পু এবং পাউডার ব্যাবহার করুন। নিম্নমানের এবং মানুষের জন্য তৈরি পণ্য বিড়ালের জন্য ক্ষতিকর।
• নতুন পরিবেশে মানসিক stress হতে পারে। বিড়ালের মন ভালো রাখতে তাকে সময় দিতে হবে, তার সাথে খেলতে হবে এবং খেলনা দিয়ে ব্যস্ত রাখতে হবে।

One thought on “বিড়ালের লোম পড়ে গেলে যা করণীয়

  1. Mahmuda Nur says:

    কোন ঔষধ আছে কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *