Blog, Dog, Dog Care

কুকুরের লোম পড়ে যাওয়া রোধে করনীয়

dog hair loss

স্বাভাবিকভাবে কুকুর বিড়ালের মত লোমশ প্রাণীর সারাদিনে একটু একটু লোম পড়ে। কিন্তু অনেক সময় অস্বাভাবিকভাবে কুকুরের লোম পড়তে থাকে। তখন লোম পড়ার সঠিক কারণটি নির্ণয় করে এর সমাধান করা জরুরী।

লোম পড়ে যাওয়ার কারনসমুহ :
• Ringworm, Flea এবং অন্যান্য পরজীবীর কারনে অস্বাভাবিক চুলকানি হয় এবং লোম পড়ে যেতে থাকে।
• Seasonal allergy হতে পারে যেমন শীতকালে অনেক কুকুরের লোম পড়ে যায়। শীতকালে চামড়া শুষ্ক হয়ে যায় এতে অনেক ধরনের চামড়ার সমস্যা সৃষ্টি হয়।
• Food allergy হতে পারে বিভিন্ন খাদ্য থেকে। সব কুকুরের সব খাবার সহ্য নাও হতে পারে।
• বিভিন্ন Grooming products যেমন – Shampoo, powder, spray ইত্যাদি সব কুকুর সহ্য করতে পারে না। এর কারনে শরীরের লোম পড়ে যায়।
• খাদ্যাভ্যাস পরিবর্তন হওয়ার কারনে এবং ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণে।
• সঠিক পুষ্টির অভাবে লোম পড়ে যায়।

লোম পড়ে যাওয়া প্রতিরোধে করণীয় :
• কিছু Natural জিনিস ব্যাবহার করে যেমন-
১। Apple Cider Vinegar : যেস্থানে লোম পড়ে যাচ্ছে Apple Cider Vinegar কে সমান পরিমান পানির সাথে মিশিয়ে তুলো দিয়ে সে সব স্থানে লাগাতে হবে। কিন্তু সাবধানে থাকতে হবে যাতে চোখে না যায়। এরপর শুকাতে দিতে যায়। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। খাবারের সাথে ২ ফোঁটা মিশিয়ে খাওয়াতে হবে। এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২। Olive oil : কুকুরের গায়ে 2চামচ Olive oil মেখে দিতে হবে। এটি চুলকানি, জ্বালাপোড়া থেকে এবং উকুন থেকে মুক্তি দেয়।
৩। Lemon juice : একটুকরা লেবুকে গরম পানিতে ৫ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ঠাণ্ডা হলে আক্রান্ত স্থানে লাগাতে হবে।
• Natural এবং অ্যালার্জিমুক্ত Shampoo, powder, spray ব্যবহার করতে হবে।how-to-stop-dog-hair-loss2
• যদি কোন খাদ্য থেকে হয় তাহলে সে খাদ্য পরিবর্তন করে অন্য খাদ্য দিতে হবে।
• শীতকালে কুকুরের আলাদাভাবে যত্ন নিতে হবে।
• কুকুরকে নিয়মিত Deworming এবং Grooming করাতে হবে কৃমি এবং Flea মুক্ত রাখার জন্য।
• কুকুরের থাকার স্থানটি যেন ঠাণ্ডা এবং শুকনো হয়। আবদ্ধ, গরম এবং স্যাঁতস্যাঁতে স্থানে কুকুরকে থাকতে দেওয়া যাবে না।
• ভিটামিন  D ও E যুক্ত খাবার, পুষ্টিকর খাবার এবং সঠিক পরিমানে খাবার খাওয়াতে হবে।
• Vet এর পরামর্শে ওষুধ খাওয়াতে হবে এবং মলম লাগাতে হবে।

2 thoughts on “কুকুরের লোম পড়ে যাওয়া রোধে করনীয়

  1. S.n.ghosh says:

    খুব ভালো ও বাস্তব সন্মত সাজেসন,,,চেষ্টা করে দেখতে হবে।

  2. Jeson says:

    আগে অনেক লোম পড়ছে এখন লোম উটার জন্য কিকরনিয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *