Blog, Dog, Dog Diseases

কুকুরের চোখ দিয়ে পানি পড়া (Epiphora) – এর কারন, লক্ষণসমূহ ও প্রতিকার

epiphora in dogs

সাধারনত কুকুরের চোখ একটু ভেজা ভেজা থাকে। এই চোখের পানি চোখের সচ্ছলতা ও মসৃণতা বজায় রাখে, পুষ্টি বজায় রাখে এবং ধুলাবালি ধুয়ে ফেলতে সাহায্য করে। বিভিন্ন কারনে মাঝেমাঝে চোখ দিয়ে পানি পড়ে এবং চোখের কোনে শ্লেষ্মা (mucus) জমে। একটা নির্দিষ্ট পরিমান পানি পড়া চোখের জন্য ভাল কিন্তু অতিরিক্ত পানি পড়া ভাল নয় এটি রোগের লক্ষন হতে পারে।

Epiphora এর কারনসমূহঃ
এই Epiphora (excessive tearing অথবা অতিরিক্ত পানি পড়া) এর বিভিন্ন কারন থাকতে পারে। যেমন-

  • Conjunctivitis (চোখ ওঠা)
  • Dry eye (শুষ্ক ত্বক)
  • এলার্জি
  • নেত্রনালি প্রদাহ
  • কর্নিয়া আলসার
  • টিউমার
  • ছানি
  • আঘাত
  • জন্মত্রুটি
  • ব্রেইন ও নার্ভে আঘাত পাওয়া
  • ইনফেকশন

Epiphora এর লক্ষনসমুহঃ
Epiphora (excessive tearing অথবা অতিরিক্ত পানি পড়া) এর সাথে সাথে আরও কিছু লক্ষন দেখা যেতে পারে। সেগুলো হল –

  • ময়লা, শ্লেষ্মা, হলুদ অথবা সবুজ পুঁজ জমা
  • চোখ লাল হয়ে যাওয়া
  • চোখ দিয়ে পানি পড়া
  • বার বার চোখ পিট পিট করা
  • চোখ জ্বালা
  • কর্কশ অথবা ঘোলাটে চোখ
  • চোখ জ্বালা করা
  • বার বার চোখ চুলকানো
  • চোখ অর্ধেক বা পুরোপুরি বন্ধ করে রাখা

Epiphora এর প্রতিকারঃ
Epiphora (excessive tearing অথবা অতিরিক্ত পানি পড়া) হলে যা করণীয় –

  • যত তাড়াতাড়ি সম্ভব কুকুরকে Vet এর কাছে নিয়ে যেতে হবে।
  • Vet এর পরামর্শে চোখ ড্রপ অথবা মলম ব্যাবহার করতে হবে।eye-discharge-or-epiphora-in-dogs-causes-and-symptoms1
  • সমস্যা জটিল হলে অপারেশন করা লাগতে পারে।
  • হালকা গরম পানিতে তুলো অথবা পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে কিছুক্ষন পর পর চোখ পরিষ্কার করে দিতে হবে।পানির বদলে লবন পানি এবং স্যালাইন ব্যাবহার করা যেতে পারে।
  • শ্যাম্পু , পাউডার , স্প্রে থেকে দূরে রাখতে হবে।
  • সিগারেট এর ধোয়া এবং ধুলো ময়লা থেকে দূরে রাখতে হবে।
  • Grooming করাতে হবে যাতে চোখে লোম না ঢুকে।

One thought on “কুকুরের চোখ দিয়ে পানি পড়া (Epiphora) – এর কারন, লক্ষণসমূহ ও প্রতিকার

  1. Shraboni khatun says:

    চোখ দিয়ে জল পড়ছে।চোখ লাল হয়ে আছে আর চোখ চুলকাচ্ছে।চোখে দিয়ে পিছুটি কাটছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *