Blog, Cat, Cat Care

বিড়ালের Litter Box ব্যাবহার বন্ধ করে দেওয়ার কয়েকটি কারন এবং এর সমাধান

why cat stop using litter box

প্রত্যেকটি বিড়াল একটি নির্দিষ্ট স্থানে টয়লেট করতে চায় বিধায় বিড়ালকে potty train করা সহজ বিষয়। কিন্তু যখন একটি বিড়াল litter box ব্যাবহার করা ছেড়ে দেয় তখন এটি সমস্যা এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বিড়ালের এই litter box ব্যাবহার বন্ধের কিছু কারন থাকে। সঠিক কারণটি নির্ণয় করা গেলে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

১। অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত litter box : বিড়াল অনেক পরিষ্কার স্বভাবের প্রাণী হওয়াতে অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত litter box বিড়াল ব্যাবহার করতে চায় না। আর তাই দিনে অন্তত দুইবার litter box পরিষ্কার করা উচিৎ। litter ব্যাবহার করলে scoop দিয়ে শক্ত litter তুলে ফেলতে হবে, বালি/কাগজ ব্যাবহার করলে দিনে একবার নোংরা বালি ফেলে নতুন বালি দিতে হবে কারন ভেজা স্থান বিড়ালের খুবই অপছন্দনীয়। litter boxটি সপ্তাহে একদিন ভালভাবে পরিষ্কার করতে হবে। সাবান অথবা ডিটারজেনট দিয়ে পরিষ্কার করলে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেটা সাবানের গন্ধ মুক্ত হয়েছে।

২। ঢাকনাযুক্ত litter box : বিড়ালের privacy এর জন্য এটি ভাল litter box। কিন্তু আবদ্ধ থাকায় এই box থেকে গন্ধ বের হতে পারে না আর তাই বিড়াল এটা ব্যাবহার ও করতে চায় না।

৩। ভুল সাইজের litter box:  বিড়াল যদি ঠিকমতো না বসতে পারে অর্থাৎ বিড়ালের সাইজ অনুযায়ী litter box ছোট হয়, তাহলে বিড়াল সেই litter box ব্যাবহার করতে চাইবে না।

৪। ভুল litter ব্যাবহার :  ভুল litter ব্যাবহার এর ফলে বিড়াল litter box ব্যাবহার ছেড়ে দেয়। বিড়ালের paws পায়ের তলা খুব নরম হয়। শক্ত বা ব্যাথা পাওয়া যায় এমন স্থানে বিড়াল যেতে চায় না। সহজে খোঁড়া যায় এবং ঢেকে রাখা, বালুর মত হালকা রঙের litter বিড়াল পছন্দ করে। ফুলের গন্ধ অথবা গন্ধ যুক্ত litter বিড়াল পছন্দ করে না। বালি অথবা litter পর্যাপ্ত পরিমানে দিতে হবে।

৫। পর্যাপ্ত litter box না থাকলে : বিড়াল যদি দুইটির বেশি থাকে তাহলে একটি litter box তারা সবাই ব্যাবহার করবে না। এছাড়া অধিক ব্যাবহারে সেটি বেশি নোংরা হয়ে যাবে। তাই বেশি বিড়ালের জন্য ২-৩টি litter box এর ব্যবস্থা করে দিতে হবে।

৬। ভুলস্থানে litter box রাখা :  আবদ্ধ ঘরে litter box রাখলে ঘরে গন্ধ ছড়ায়, সুতরাং খোলামেলা স্থানে litter box রাখতে হবে এবং যেখানে বিড়াল সহজে যাতায়াত করতে পারে। অবশ্যই খাবারের স্থান এবং litter box এর স্থান ভিন্ন ভিন্ন হতে হবে। কোলাহল যুক্ত অর্থাৎ মানুষ চলাচল করে এমন স্থানে litter box দেওয়া উচিৎ নয়।

৭। Heat এ থাকা অবস্থায় : বিড়াল heat এ থাকা অবস্থায় অন্য বিড়ালকে আকর্ষণ করার বিভিন্ন জায়গায় pee করতে পারে। তখন সে litter box ব্যাবহার করতে চায় না। আর তাই ৫মাস বয়সের পর spay/neuter করালে বিড়াল heat এ আসবে না।

৮। শারীরিক অসুস্থতা : অনেকসময় শারীরিক অসুস্থতার কারনে বিড়াল litter box ব্যাবহার করে না। সে টয়লেট করার সময় যদি ব্যথা অনুভব করে অথবা কষ্ট পায় তখন সে litter box ব্যবহার করতে চাইবে না। সমস্যাটি বুঝতে পারলে vet এর সাথে যোগাযোগ করুন।

Litter/Litter box কিনতে চাইলে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *