Blog, Cat, Cat Facts

আপনার বিড়াল কি সারারাত জেগে থাকছে?

cat awake all night

বিড়াল নিশাচর কারণ তারা রাতে জেগে থাকতে পছন্দ করে। দিনে 16 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে। বিড়াল মালিকদের বিড়াল সম্পর্কে সবচেয়ে সাধারণ অভিযোগ হল যে বিড়াল রাতে নিজেও জেগে থাকে, সাথে তাদেরও জাগিয়ে রাখে। কিছু অভ্যাস পরিবর্তন করলেই আপনার fur baby এবং আপনি রাতে ঘুমাতে পারবেন –

১) আপনার bed থেকে দূরে, একটু উষ্ণ ও আরামদায়ক জায়গা করে দিন।

২) দিনে খেলার সময় বাড়ান। ওদের busy রাখার জন্য Cat Toy দিয়ে রাখতে হবে। ওরা যাতে bore না হয় সেজন্য কয়েকদিন পরপর Toys গুলোর জায়গা পরিবর্তন করুন ।

৩) প্রতিদিন ঘুমানোর আগে কমপক্ষে ১৫ মিনিট ওদের সাথে খেলুন ।

8) খুব সকালে খাবার দেয়ার অভ্যাস করবেন না। সেক্ষেত্রে শুধুমাত্র খাবারের জন্য ওরা আপনাকে জাগাবে। Adult Cat কে পরিমিত পরিমান খাবার দিনে ২ বার দেয়ার অভ্যাস করা ভালো।

৫) রাতে আপনার বিড়ালের যেকোনো ধরনের activities কে প্রশ্রয় দিবেন না। এসময় ওদের ignore করলে আস্তে আস্তে ওরা বুঝতে পারবে এটা ঘুমানোর সময়।

Back to list

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *