Blog, Cat, Cat Facts

বিড়াল কেন purr / গরগর শব্দ করে ?

cat purring

একটি মা বিড়াল যখন তার বাচ্চা কে আদর করে/nursing করে, তখন বিড়ালছানা মূলত গরগর আওয়াজ এর মাধ্যমে তার মাকে বলতে চায় যে “সব ঠিক আছে”। কোনও সমস্যা ছাড়াই বাচ্চাটি তখন গরগর করে এবং মা বিড়ালটি ও আদর বুঝাতে মাঝে মাঝে একই রকম শব্দ করে।

একটি বড় বিড়াল খেলার জন্য অথবা অন্য বিড়াল এর কাছে যাওয়ার জন্য ও গরগর করে থাকে। তারা একে অন্যর সাথে যোগাযোগ করার জন্য ও এমন করে থাকে এবং সন্তুষ্ট হলেও গরগর আওয়াজ করে।

কিন্তু মাঝে মাঝে তারা অসুবিধা হলেও গরগর করে। ব্যাথা পেলে, রেগে গেলে কিংবা অসুস্থ হলে গরগর করে নিজেদের কে শান্ত করার জন্য। কিন্তু এই গরগর শব্দটা একটু অন্যরকম হয়ে থাকে।

Back to list

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *