কুকুর উত্তেজিত হয়ে ডাকাডাকি করলে কিভাবে শান্ত করবেন
বিভিন্ন কারনে মাঝেমধ্যে আপনার পোষা কুকুর অনেক উত্তেজিত হয়ে ডাকাডাকি করে। নতুন মানুষ দেখলে, অন্য কুকুর এবং প্রাণী দেখলে অথবা নানা কারনে উত্তেজিত হয়ে ডাকতে থাকে। কিন্তু অনেক পরিস্থিতিতে এদেরকে শান্ত করা জরুরী হয়ে পড়ে। তখন ধৈর্য না হারিয়ে শান্ত ভাবে এদেরকে চুপ করাতে হবে।
- যখন ডাকতে থাকবে তখন কুকুরের সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, উচ্চস্বরে কথা বললে এরা ভাববে যে আপনিও তার সাথে যোগদান করেছেন। আবার খুব নিচু গলায় বুঝালে ভাববে তাকে আপনি এটা পছন্দ করছেন এবং তার প্রশংসা করছেন।
- কুকুরকে কখনই মারা যাবে না অথবা লাঠি দিয়ে ভয় দেখানো যাবে না এতে তারা রেগে যেতে পারে।
- স্বাভাবিক গলায় তাকে চুপ করতে বলতে হবে। ২-১টা শব্দ এরা মনে রাখতে পারে এবং তাকে প্রশিক্ষণ দিতে হবে যে ঐ শব্দটা বললে সে চুপ করবে।
- কুকুরের মাথায় হাত বুলাতে হবে এবং আস্তে আস্তে কৌশলে মুখ বন্ধ করাতে হবে। গলার বেল্ট টেনে ধরলেও মুখ বন্ধ করে ফেলে।
- কুকুরকে অন্য কোনও ভাবে ব্যস্ত করে ফেলতে হবে।
- মুখে করে খেলনা বা অন্য কিছু তোলা শেখাতে হবে। সাধারনত মুখে কোন জিনিস থাকলে কুকুর ডাকে না।
- কি কারনে ডাকছে তার কারন খুঁজে বের করে সেটিকে কুকুরের কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে।

Cat Food
Cat Litter
Dog Food

