আপনার কুকুরের খাদ্যে এই ৫টি সবজি আছে কি?
 
								১) মিষ্টি আলু ও গোলআলু – কুকুরের খাদ্যে মিষ্টি আলু মেশানো হয় কারন এটি কার্বোহাইড্রেড, আঁশ, ভিটামিন B6, ভিটামিন C এবং ম্যগনেসিয়াম এর ভালো উৎস। এটি শক্তি এবং প্রোটিনের উৎস যা শরীরবৃত্তীয় গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে।
২) গাজর – এটি dog food এ ব্যাবহার করা হয় কারন এটি beta-carotene ও অন্যান্য ভিটামিনের উৎস। এটা কম ক্যালোরি বহন করে তাই একে কুকুরের খাদ্যতে ব্যাবহার করা হয়।
৩) বরবটি – এটি একটি অন্যতম নিরাপদ সবজি কুকুরের জন্য যা dog food এ পাওয়া যায়। এর ভেতর ম্যাগনেসিয়াম, আঁশ, ভিটামিন C , ভিটামিন K এবং ভিটামিন A আছে। এটিও গাজরের মত কম ক্যালোরি বহন করে যা অতিরিক্ত ওজনের হাত থেকে কুকুরকে রক্ষা করে।
৫) মটরশুঁটি – ভিটামিন C, K, B1, B6, B2, B3, ম্যঙ্গানিজ, কপার, আয়রন, ফসফরাস, জিংক এবং পটাশিয়াম পাওয়া যায় মটরশুঁটিতে।কুকুরের ওজন ঠিক রাখতে মটরশুঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
৫) ব্রকলি – ব্রকলি ভিটামিন C, A ও Kএর আদর্শ উৎস। এটি কুকুরের খাদ্য তৈরির একটি নিরাপদ উপাদান।
কুকুরকে সুস্থ-স্বাস্থ্যবান রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে খাদ্য উপাদানগুলো অপরিহার্য তা বেশীরভাগই এই ৫টি সবজিতে খুঁজে পাওয়া যায়।
 
	
 Cat Food
Cat Food Cat Litter
Cat Litter
 Dog Food
Dog Food


 
					 
					 
					 
					 
					 
					 
					 
															 
															 
															 
															 
															 
															