বিড়ালের মুখে দুর্গন্ধ হওয়ার কারন এবং প্রতিকার
নানা রকম স্বাস্থ্য সমস্যার কারনে বিড়ালের মুখে দুর্গন্ধ হতে পারে। আবার এমনটি ভাবার কারন নাই যে আমাদের বিড়ালের মুখ থেকে মিন্ট এর সুগন্ধ পাবো। কিন্তু যদি তীব্র এবং অস্বস্থিকর গন্ধ হয় তাহলে অন্যকোনো মেডিকেল জনিত কারন থাকতে পারে।
কারনঃ
অধিকাংশ সময় ব্যাকটেরিয়া জনিত কারনে আমাদের বিড়ালের মুখে দুর্গন্ধ হয়ে থাকে। যেসব বিড়ালের দাঁতে প্লাক অথবা একধরনের দাগ হয় সেসব বিড়ালের মুখের দুর্গন্ধ হওয়ার প্রবনতা বেশী। খাদ্যাভাস অথবা চর্ম রোগের কারনেও এই সমস্যা হতে পারে। অনেক লম্বা সময় ধরে গন্ধ থাকলে তা মারাত্বক মেডিকেল সমস্যার ইঙ্গিত করে। মুখের ভিতরের সমস্যা, রেসপিরেটরি সিস্টেমের সমস্যা, গ্যাস্ট্রোইনটেসটাইনাল নলীর সমস্যা, লিভার অথবা কিডনির সমস্যা।
লক্ষন সমূহঃ
১) দাঁতে অতি বাদামী রঙের ছাতা জাতীয় দাগ থাকা, বিশেষত বিড়ালের drooling ভাব, খেতে কষ্ট হওয়া, লাল টকটকে মাড়ি এইসব লক্ষন সাথে থাকলে বুঝতে হবে দাঁতের মারাত্বক সমস্যা বা গাম ডিজিজ আছে।
২) মিষ্টি এবং ফ্রুটি নিঃশ্বাস ডায়াবেটিসের লক্ষন সাথে যদি ঘন ঘন পানি পান করা ও প্রস্রাব করে।
৩) নিঃশ্বাসের গন্ধ যদি ইউরিনের মত হয় তাহলে কিডনি ফেইলুরের আশংকা থাকে।
৪) দুর্গন্ধ যুক্ত বমি, ক্ষুদা না হওয়া, সামান্য হলদেটে চোখ লিভার ফেইলুরের লক্ষন।
৫) নিজের মুখে নিজে আঁচড় কাটা।
চিকিৎসাঃ
নিয়মিত বিড়ালের দাঁত মাজা, এবং চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক ব্যবস্থা গ্রহন করা।

Cat Food
Cat Litter
Dog Food

