Blog, Cat, Cat Diseases

বিড়ালের জলাতঙ্ক

rabies-in-cats

কুকুরের মত বিড়ালেরও জলাতঙ্ক হয় এবং এটি অনেক পরিচিত এবং ভয়ঙ্কর রোগ। এটি একটি প্রাণঘাতী রোগ। এই রোগের ভাইরাস শেয়াল, রেকুন, বাদুর ও ইঁদুর বহন করে থাকে। এই প্রাণীগুলোর কামড়ে অথবা আঁচড়ে বেড়ালের মধ্যে এই রোগ ছড়ায়। আবার জলাতঙ্কে আক্রান্ত বিড়ালের কামড়ে অথবা আঁচড়ে মানুষের এবং অন্য প্রাণীরও এই রোগ হয়ে থাকে। ভাইরাসটি শরীরে প্রবেশের পরে মস্তিস্ক পর্যন্ত ছরিয়ে পরে। বিড়ালের ক্ষেত্রে ২-৬ সপ্তাহ ও সময় লাগতে পারে এবং আস্তে আস্তে এ লক্ষনগুলো প্রকাশ পায়। তাই এই লক্ষনগুলো দেখলেই বিড়ালকে পশু চিকিৎসক দ্বারা পরীক্ষা করাতে হবে। এ রোগে আক্রান্ত বিড়াল খুব বেশিদিন বেঁচে থাকতে পারে না। বিড়ালের এই রোগ হলে তার কোনও চিকিৎসা নেই কিন্তু প্রতিষেধক আছে। বিড়ালকে Vaccine / প্রতিষেধক দেওয়ার মাধ্যমে এই রোগ থেকে বাঁচানো যায়। তাই সচেতনতার মাধ্যমেই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

জলাতঙ্কের লক্ষণসমূহ –
১) জ্বর আসা কিংবা প্যারালাইসিস হয়ে যাওয়া।
২) হটাৎ আচরণে পরিবর্তন হওয়া অথবা অস্বাভাবিক পাগলের মত আচরণ করা।
৩) হটাৎ হিংস্র হয়ে ওঠা বা কামড় / আঁচর দিতে চাও।
৪) অন্যরকমভাবে ডাকা।
৫) মুখ দিয়ে লালা ঝরা।
৬) ঘন ঘন শ্বাস নেওয়া।
৭) ভয় পাওয়া এবং পানি পান বন্ধ করে দেওয়া।

জলাতঙ্কের প্রতিষেধক –
শুধুমাত্র rabies vaccine/ জলাতঙ্কের টিকার মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে সব পশু চিকিৎসকের কাছ থেকেই এই টিকা দেওয়া যায়।

8 thoughts on “বিড়ালের জলাতঙ্ক

  1. বিড়ালের কামড়ের ১১ দিন পরও বিড়াল সুস্থ থাকলে বেক্সন দিতে হবে কিনা?

  2. Kabita majumdar says:

    আমার বিড়াল টির পা ফুলে গেছে ও সেখান থেকে কষ বের হচ্ছে
    দয়া করে বলুন এখন কি করনীয়?

  3. Juliat soikat says:

    আমার বিড়ালটি খাচ্ছে না সিরিজ দিয়ে দুধ খাওয়ালে খায়। তো চার পাঁচ দিন পর হঠাৎ করে লক্ষ করা যায় যে বেশ কিছু ক্ষত রয়েছে সম্ভবত কুকুরে প্রচন্ড পরিমাণে কামড়িয়েছে। এখন কিছু খাচ্ছে না ওষুধ খাওয়ালে বমি করে দিচ্ছে। বিকট ডাকতেছে। কিছু খাচ্ছে না ক্ষতটা মারাত্মক হয়ে উঠছে। কি করা যায় এখন???

    1. Esha Mondal says:

      গত একদিন থেকে লক্ষ করছি আমার বিড়ালের মুখ থেকে লালা বেরোচ্ছে যেটা স্বাভাবিকের তুলনায় বেশি। প্রধানত সেটি ঘুমনোর সময় বেশি হচ্ছে। আর অদ্ভুত ভাবে ডাকছে মানে গলার ভয়েস একটু চেঞ্জ হয়েছে । এখন আমার কি করণীয়? আর এটা কি চিন্তার কোনো বিষয়??

  4. Esha Mondal says:

    গত একদিন থেকে লক্ষ করছি আমার বিড়ালের মুখ থেকে লালা বেরোচ্ছে যেটা স্বাভাবিকের তুলনায় বেশি। প্রধানত সেটি ঘুমনোর সময় বেশি হচ্ছে। আর অদ্ভুত ভাবে ডাকছে মানে গলার ভয়েস একটু চেঞ্জ হয়েছে । এখন আমার কি করণীয়? আর এটা কি চিন্তার কোনো বিষয়??

  5. mow says:

    আমাকে বিড়ালে সমান্য আচড় দিছে ১১ দিন আগে । বিড়ালটি এখনও সুস্থ আছে। আমাদের পোষা বেড়াল।
    যেদিন আচড় দিছে ওই দিন খেয়াল করিনি। যে কারনে সে জায়গার কোন যত্ন নিতে পারিনি। এখন আমার করনীয় কি? আমার কি vaccine নিতে হবে। খুব tns হচ্ছে।

  6. Maria says:

    বিড়াল টি বাড়িড় অন্য বিড়াল দেখে ভয় পাচ্ছে, বিশেষ করে মেয়ে বিড়ালটিকে দেখে।
    দেখলেই কেমন শব্দ করে।

  7. Faria Tabassum says:

    বিড়ালের নখ লেগে আমার আঙ্গুল কেটে গিয়েছিল কিছুদিন আগে। বিড়ালটি ভ্যাকসিনেটেড ছিল না। আমি কেটে যাওয়ার সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়েছি এবং স্পিরিট দিয়েও পরিষ্কার করেছি। এখন কি আমার টিকা দেওয়া প্রয়োজন আছে কিনা তা জানতে চাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *