পানি এবং মিনারেল এর ইমব্যালেন্স এর কারনে সাধারনত ডিহাইড্রেশন হয়ে থাকে। যার ফলে অনেক মারাত্বক সমস্যা হয়ে যায়। পানি খাওয়া কম হলে অথবা ফ্লুইড লস বেশী হলে ডিহাইড্রেশন হয়ে থাকে। অতিরিক্ত গরমে, বমি বা বিড়ালের এক্টিভিটি বেশী হলেও ঘটতে পারে। বিড়াল যত বেশী ক্যালরি গ্রহন করবে আর যত মেটাবলিক ওয়েস্ট প্রডিউস করবে তার শরীরের তাপ কন্ট্রোল করার জন্য তত পানির দরকার হবে। সাধারনত, একটা পূর্ণবয়স্ক বিড়াল যত কিলোক্যালরি গ্রহন করবে তত মিলিলিটার পানি পান করা উচিত। Dry Cat food এ সাধারনত ৭%-১২% পানি থাকে কিন্তু canned food এ ৮০% এর মত পানির পরিমান থাকে।
কারনঃ
১) পর্যাপ্ত পানি না পান করানো
২) অতিরিক্ত গরমে শরীরের তাপ বেড়ে গেলে
৩) বমি হলে
৪) ডাইরিয়া হলে
৫) Dry food বেশী খেলে
৬) বিড়ালের এক্টিভিটি বেশী হলে
লক্ষন সমূহঃ
১) Sunken eyes
২) তন্দ্রা ভাব
৩) ক্ষুদা মন্দা
৪) মুখ শুকিয়ে যাওয়া
৫) ডিপ্রেশন
৬) হার্ট বিট বেড়ে যাওয়া
৭) চামড়ার ইলাস্টিসিটি কমে যাওয়া
৮) জোরে জোরে শ্বাস নেওয়া
চিকিৎসাঃ
ডিহাইড্রেশনের যেকোনো লক্ষন দেখা দেয়ার সাথে সাথে আপনার বিড়ালকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কি কারনে ডিহাইড্রেশন হচ্ছে তা ডায়াগনসিস করে বের করে ট্রিটমেন্ট করতে হবে। তবে কিছু ব্যাপারে আমরা খেয়াল করলে আমাদের বিড়ালকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে পারি।
১) বিড়ালকে সবসময় পরিষ্কার পানি দিতে হবে। আর তা বারবার পরিবর্তন করে দিতে হবে। এবং প্রতিদিন পানির পাত্র ধুয়ে দিতে হবে যাতে করে ব্যাকটেরিয়া না জন্মাতে পারে।
২) বিড়াল কিভাবে পানি পান করতে পছন্দ করে তা লক্ষ্য রাখতে হবে। কিছু বিড়াল বোলে, কিছু টেপ থেকে অথবা বোতল থেকে, কিছু কিছু আবার ফাউন্টেন থেকে পানি পান করতে চায়। এগুলো দোকানে কিনতে পাওয়া যাবে।
৩) বিড়াল যদি বমি অথবা ডাইরিয়া থেকে রিকভার করা অবস্থায় থাকে তাহলে প্রথমে আইস কিউব দিতে হবে যা সে জিব দিয়ে চেটে খাবে। পরে আস্তে আস্তে পানি দিতে হবে।
৪) রোড ট্রিপে গেলে অবশ্যই সাথে পানি নিয়ে যেতে হবে। কারন বিড়াল মোশন সিকনেস এর জন্য বমি করতে পারে। সে ক্ষেত্রে তাকে পানি দিতে হবে।স্পেশালি, প্লেনে ফ্লাই করার পর।
Need drugs name of treatment