বিড়ালের অভ্যন্তরীণ পরজীবীদের মধ্যে কৃমি অন্যতম। বেশি কৃমি হওয়া বিড়ালের স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর। বিড়ালের মূলত চার ধরনের কৃমি হয়ে থাকে।
১। Roundworm (গোলক্রিমি) : বিড়ালের সবচেয়ে পরিচিত পরজীবী হচ্ছে গোলকৃমি। এরা বিড়ালের পাকস্থলীতে বসবাস করে। বাচ্চা বিড়াল ও বড় বিড়াল উভয়েরই এর কৃমি হয়। গোল হয়ে থাকে বলে একে গোলক্রিমি বলে। এরা ৩-৪ ইঞ্ছি লম্বা হয়। এই কৃমির ডিম শক্ত খোলস দ্বারা আবৃত থাকে তাই মাটিতে এরা ৬ মাস -১ বছর পর্যন্ত বাঁচতে পারে।
২। Hookworm : হুকওয়ার্ম, Roundworm এর চেয়ে অনেক ছোট। মাত্র ১-২ ইঞ্ছি লম্বা হয়। এরা বিড়ালের ক্ষুদ্র অন্ত্রে বসবাস করে। কারন এরা শুধু প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। এরা বিড়ালের জন্য হুমকিস্বরূপকারন মারাত্মক রক্তশূন্যতা (anemia) সৃষ্টি করে। কুকুরের চেয়ে বিড়ালের গায়ে এই কৃমি বেশি দেখা যায়।
৩। Tapeworm (ফিতাকৃমি) : লম্বা এবং চ্যাপ্টা Tapeworm এক ধরনের বিভক্ত পরজীবী। এদের দেহ খণ্ড খণ্ড ভাগে বিভক্ত এবং লম্বায় ৪-২৮ ইঞ্ছি পর্যন্ত হয়ে থাকে। এটা বমি এবং ওজনহীনতার কারন। Tapeworm বিভক্ত হয় যা দেখতে ভাতের মত এবং আক্রান্ত হলে বিড়ালের লোমে এবং লেজের দিকে আটকে থাকতে দেখা যায়।
8। lungworm : বিড়ালে ফুসফুস (lung) এ বসবাস করে। এই কৃমি হলে বিড়ালের শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং কাশি হয়। যেসব বিড়াল বাইরে যাতায়াত করে এবং শিকার করে খায় তারা এই কৃমিতে বেশি আক্রান্ত হয়।
কৃমি হওয়ার কারনসমুহ :
দেহে কৃমি থাকলে বিড়াল অসুস্থ হয়ে পড়ে আর তাই একে প্রতিরোধ করা খুবই জরুরী। বিভিন্ন কারনে কৃমি হতে পারে। যেমন-
- কৃমির ডিমযুক্ত মাটি এবং গাছ খাওয়ার মাধ্যমে।
- কৃমির ডিমযুক্ত মলের মাধ্যমে।
- বিড়ালের গায়ে Flea থাকলে এবং তা পাকস্থলিতে গেলে।
- মা বিড়ালের যদি কৃমি থাকে তাহলে তার দুধ খেলে বাচ্চাদের কৃমি হয়।
- ইঁদুর ও পাখি শিকার করে তা খেলে।
সুতরাং কৃমি যাতে না হয় তাই বিড়ালকে আলাদা যত্ন নিতে হবে। কাঁচা মাংস, মাটি যাতে না খায় সে দিকে লক্ষ্য রাখতে হবে, Flea মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে।
কৃমি হওয়ার লক্ষনসমুহ :
বাহ্যিক পরজীবী যেমন Tick ও Flea আমরা দেখতে পাই। কিন্তু কৃমি সহজে চোখে পড়ে না, শরীরের অভ্যন্তরে থেকে বিড়ালের শারীরিক অসুস্থতার কারন হয়ে দাঁড়ায়। বিড়ালের কৃমি হলে কিছু লক্ষন দেখে বোঝা যায় আবার অনেক সময় লক্ষন দেখা দেয় না। নিচের লক্ষনগুলো দেখলে বুঝতে হবে কৃমি হয়েছে –
- বিড়ালের ডায়রিয়া হয়।
- পায়খানার মধ্যে কৃমি দেখা যায় এবং মলদ্বার (anus) এর কাছে দেখা যায়।
- বিড়াল বারবার anus চাটে।
- খাবার খেতে চায় না, অরুচি হয়।
- পেট ফুলে যায়।
- ওজনহীনতা ও কোষ্ঠকাঠিন্য হয়।
- বমির সাথে কৃমি পরে ও কাশি হয়।
এই লক্ষনগুলো দেখলে বোঝা যায় বিড়ালের কৃমি হয়েছে। তখন বিড়ালকে Deworming অর্থাৎ কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।
বিড়ালের বয়স যদি ২মাস এর বেশি হয় তাহলে Delentin সিরাপ 1ml করে পরপর ২দিন খাওয়াতে হবে। তবে বয়সের তুলনায় ওজন কম হলে 0.60 ml করে খাওয়াতে হবে। এই ওষুধ শুধুমাত্র গোলকৃমি দূর করে।
এছাড়া Helminticide-L (Deworming Tablet for Pet) অবশ্যই Vet এর পরামর্শে ওজন অনুযায়ী খাওয়াতে হবে। এই ওষুধ সব ধরনের কৃমি দূর করে।
তবে সবসময় Vet এর পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো উচিৎ। তাই Vet এর পরামর্শ অনুযায়ী প্রতি তিনমাস অন্তর অন্তর বিড়ালকে deworming করলে বিড়াল কৃমিমুক্ত থাকে।
আমার বিড়াল এর পায়খানার সাথেও গোল কৃমি বের হচ্ছে আবার প্রায় ই মলদ্বার দিয়ে গোল কৃমি আর একদিন লম্বাকৃতি কৃমি বের হইছে। একদিন বমি ও করছে।ওর বয়স 3 মাস এর মতো। এখন ওর জন্য কোন ওষুধ খাওয়ালে ভাল হবে। প্লিজ জানাবেন🙂
Thik hoyse apu?Amar o same problem
বিড়ালের দাত লেগে গেলে কি করা যায় plz help me
সমস্যা নেই
Amr biraler boyosh 6 mash..or paykahanar sathe lomba krimi ber hoise…kichu khetew chayna..ki krbo akhn?
কৃমির ওষুধ খাওয়ানোর পর ও কৃমি যাচ্ছে না । পায়খানার সাথে সাদা ভাতের মারের মত বের হয় । আর পটিটাও নরম হয় । ওর বয়স তিন মাস প্রায়। এখন কি করতে পারি??🥺🙏🙏
আমার বিড়াল আজ অনেক কাশছিল অনেক কষ্ট হচ্চিল তারপর ওর নাক দিয়া কিরমি বের হয় মেবি গোলকিরমি ছিল আমার বিড়াল এর বওস ২ এর মত এখন আমি কি করব😪
আমার বিড়াল আজ অনেক কাশছিল অনেক কষ্ট হচ্চিল তারপর ওর নাক দিয়া লম্বা কিরমি বের হয় মেবি গোলকিরমি ছিল আমার বিড়াল এর বওস ২ এর মত এখন আমি কি করব😪
প্লিজ বলবেন🙏
আমার বিড়াল বারবার পেট চাটে।
আর সবসময় ঘুমায় থাকে। বয়স ১ মাস থেকে একটু বেশি। এমনি খাওয়া দাওয়া ঠিক মতো করে।
ওর কি কোন সমস্যা হয়েছে? বুঝতে পারছি না।
না। সুস্থ। কিন্তু প্লেফুল না কেন?!
নাহ।এগুলা সাভাবিক।
বিড়াল শারীরিক বৃদ্ধি ঘুমের মধ্যে হয়। এই বয়সে বিড়াল ঘুমায় বেশি
আপনার বিড়াল টিক আছে
আমার বিড়াল শুধু বমি করে । তার সাথে কৃমি বার হয়।
বমি হলুদ তরল আর ৫মাসের lungworm কৃমি বার হয় ।বড় বিড়ালের tapewormকৃমি বার হয় ।বড় বিড়ালের ৯মাস ।
তাকে কি ওষুধ দিলে ভালো হবে ?
আপু আপনার বিড়ালকে এই অসুস্থতার জন্য কী ঔষধ খাওয়াইছিলেন ?
আমার বিড়ালেরও সেইম সমস্যা। আমাকে যদি একটু হেল্প করতেন।
আমার বিড়াল আজ হঠাৎ বমি করেছে সাথে কৃমি বের হইছে
গতকাল রাতে পাতলা পায়খানা করেছে এখন আমার মনে হয় কৃমির কারনে এমন হইছে
দয়া করে একটু বলবেন এই সমস্যার জন্য কি করবো বা কোন ঔষুধ খাওয়াবো???
অগ্রিম ধন্যবাদ রিপ্লাই এর জন্য
আমার বিড়াল আজ হঠাৎ বমি করেছে সাথে কৃমি বের হইছে
গতকাল রাতে পাতলা পায়খানা করেছে এখন আমার মনে হয় কৃমির কারনে এমন হইছে
দয়া করে একটু বলবেন এই সমস্যার জন্য কি করবো বা কোন ঔষুধ খাওয়াবো???
অগ্রিম ধন্যবাদ রিপ্লাই এর জন্য
বিরালকে একদিন এ 3 মি.লি. আলবেন খাওয়াইলে কিছু হতে পারে?
বিড়ালের কৃমির ঔষধ আলাদা। ভেট হাসপাতালে নিয়ে যান।
আমার বিড়ালের বয়স ৩ সপ্তাহ
ওর স্টুল অনেক হার্ড আর একদম হলুদ..এটা কি স্বাভাবিক? আর না হলে কি করবো?
আমার বিড়াল মাটি খাচ্ছে কেনো ?
Amr biral shudhui bomi kore bomi ta fena shada colour akhn ki hoice or bujtecina plz amk keu janan
বিড়ালের পায়ু পথ দিয়ে সাদা সাদা লিকুয়েড বের হচ্ছে, এতে কি করণীয়?
আমাদেরটার ও বের হচ্ছে আপনি কি করেছিলেন
আমাদেরটার ও বের হচ্ছে আপনি কি করেছিলেন
আমার বিড়ালের হঠাৎ দেখি পোকা বের হচ্ছে হাগুর সাথে কেন হচ্ছে এই রকম আবার এমনি বের হয়
আমার বিড়ালের বয়স ২ সপ্তাহ বা তার একটু বেশি। ওর বমির সাথে কৃমি বের হয়েছে। এক্ষেত্রে আমার কি করনীয়?
আমার বিড়াল বয়স ২ মাস ২০ দিন। আমি ভুল করে ক্রিমির ঔষধ এক চামচে তিন ভাগের এক ভাগ খাওয়াতে গিয়ে ৫ এমএল খাইয়েছি এখন তাকে এক ক্রিমি কমেনি। আমি কি তাকে পুনরাই হতে এক চামচের তিনভাগের এক ভাগ নাকি খাওয়াবো না কি খাওয়াব না।
আমার বিড়াল এর বয়স ৬মাস আজকে ও বমি করছে তার মধ্যে কৃমি ছিল এখন ওকে কি ওষুধ খাওয়াবো প্লিজ একটু যদি কেউ বলতেন
গর্ভবতী অবস্থায় বিড়ালের কৃমি হলে করনীয়?
আমার বিড়ালের বয়স ২ মাসেরও কম কৃমি হয়ছিলো ঔষুধ খাওয়ানোর পরে কৃমি বের হওয়ার পর হলুদ হলুদ তরল পায়খনা হচ্ছে সাতে কিছুই খেতে চাচ্ছে না ঝিমায় ঝিমায় ঘুৃমায় ওজন কমে যাচ্ছে আর মাঝে কাশে কি করব একটু পরামর্শ দিলে উপকৃত হতাম।দয়া করে একটু রিপ্লাই দিবেন।
Amar biRaler leje fitakrimi dekha gese. Or ajke niya 5 din holo neuter koraisi..ekhon oke ki osud dibo