Blog, Cat, Cat Diseases

বিড়ালের ডায়রিয়া – প্রাথমিক চিকিৎসায় যা করণীয়

diarrhoea-in-cats

বিড়ালের ডায়রিয়া একটি খুব লক্ষনীয় রোগ। বিভিন্ন কারনে বিড়ালের ডায়রিয়া হতে পারে।তবে এ সময় ভালভাবে বিড়ালের যত্ন নিতে হবে। এসময় বিড়াল সহজে খেতে চায় না এবং বারবার পাতলা পায়খানার ফলে খুব দ্রুত শরীর পানিশূন্য হয়ে পড়ে।

ডায়রিয়া হওয়ার কারণঃ

১) হটাৎ করে খাদ্যাভাসের পরিবর্তন।
২) Powder milk অথবা গরুর দুধ খেলে।
৩) নষ্ট ও বাসি খাবার খাওয়া।
৪) কিছু কিছু খাবারে বিড়ালের এলার্জি থাকে, সেসব খাবার খেলে।
৫) ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমনে।
৬) অভ্যন্তরীন পরজীবী যেমনঃ গোলকৃমি হলে।
৭) কোন ঔষধের প্রতিক্রিয়ায়।
৮) কিডনী বা লিভারের সমস্যা।
৯) হজম তন্ত্রের ক্যান্সার বা টিউমার।

লক্ষণ সমূহঃ
পাতলা এবং বারেবারে মল ত্যাগ , শ্লেষ্মা বা রক্ত মল , ঝিমুনি, জ্বর , বমি , খাবার খেতে না চাওয়া ইত্যাদি। যদি বিড়ালের মল কালো বা মলের সাথে রক্ত থাকে তাহলে বুঝতে হবে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের রক্তক্ষরণ এর কারন।

চিকিৎসাঃ
এই সময় সাধারনত ১২-২৪ ঘন্টা বিড়ালকে খাবার না দেওয়া, কিন্তু যথেষ্ট পরিমানে বিষুদ্ধ পানি পান করাতে হবে যাতে করে বিড়াল পানি শূন্যতায় না ভোগে। বিড়ালকে ৩ ঘণ্টা  পর পর ৬-৮ ফোঁটা স্যলাইন খাওয়াতে হবে সঙ্গে মুরগির সুপ (chicken stock) ও ভাতের মাড় খাওয়াতে পারলে ভালো হয়। এছাড়া ভাত এবং তার অর্ধেক পরিমান সেদ্ধ মাংস অথবা সেদ্ধ আলু নরম করে বিড়ালকে খাওয়ানো যেতে পারে। যদি ২৪ ঘন্টারও বেশী সময় ডায়রিয়া হতে থাকে তাহলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। আর ডায়রিয়া শুরুর প্রথম থেকেই যদি তন্দ্রা ভাব, বমি, জ্বর , কালো বা রক্ত মল হয় তাহলে আর ২৪ ঘন্টা অপেক্ষা করা যাবে না সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আর ডায়রিয়া প্রবন বিড়ালকে দুগ্ধ জাতীয় খাবার দেয়া থেকে বিরত থাকতে হবে।

4 thoughts on “বিড়ালের ডায়রিয়া – প্রাথমিক চিকিৎসায় যা করণীয়

 1. Fhima rika says:

  Please suggest a medicine name

 2. আশিক says:

  পাতলা পায়খানার ওষুধ কি

 3. Jannatul says:

  আমার বিড়াল সকাল থেকে জ্বর, লালা পরতেছে,কিছু খাইতাছে না।সকালে মল এর সাথে আঠালো কিছু একটা ছিল।এখন পর্যন্ত চোখ খুলে যায় শুধু শুয়ে আছে।
  Please help

 4. Juthi says:

  আমার বিড়াল টা সারাক্ষণ ঘুমায় খুব কম সময় খেলে ,চোখে পানি টলমল করে আর নাক ভিজা থাকে।পায়খানার সাথে রক্ত পড়ে কৃমিও পড়ে । এখন আমি কি করবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *