Blog, Cat, Cat Diseases

বিড়ালের ওজন কমে যাওয়া

weight loss in cats

আপনার বিড়ালের যদি স্বাভাবিকের চেয়ে ১০% ওজন কমে যায় তখন তা ওয়েট লস হিসেবে ধরা হয়।

ওজন কমে যাওয়ার কারনঃ

১. জ্বর
২. এনোরেক্সিয়া
৩. ক্যানসার
৪. ইনটেসটাইনাল টিউমার
৫. প্রেগনেনসি
৬. ক্যালরি কম খাওয়া
৭. অতি ঠান্ডা জনিত সমস্যা
৮. খাদ্য নালীর প্যারালাইসিস
৯. হার্ট, লিভার অথবা কিডনী ফেইলুর
১০. ক্রনিক রক্ত ক্ষরন
১১. খাদ্যের কোয়ালিটি খারাপ
১২. ক্রনিক প্রোটিন লস
১৩. গ্যাস্ট্রো ইনটেসটাইনাল ব্লক
১৪. বোয়েল রিসেকশন
১৫. সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা
১৬. নিউরোলজিকাল সমস্যা

বিভিন্ন রোগও এর কারন। এগুলো হলো :

১. ডায়াবেটিস
২. হাইপারথায়রোডিজম
৩. প্যানক্রিয়েস ডিজিজ
৪. ইনফ্লামেটরি বোয়েল
৫. লিভার অথবা গলব্লাডার
৬. ব্যাকটেরিয়া ইনফেকশন
৭. ভাইরাস ইনফেকশন
৮. ফাংগাল ইনফেকশন
৯. প্যারাসাইটিক ইনফেকশন
১০. বোয়েলের ক্রনিক ইনফেকশন


চিকিৎসাঃ

যেহেতু ওয়েট লস বিভিন্ন কারনে হয়ে থাকে তাই ডায়াগনসিসের মাধ্যমে সঠিক কারনটা বের করে চিকিৎসা দিতে হবে। এরজন্য অবশ্যই চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *